1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইরান

ইরানে বন্দি জার্মান নাগরিক অসুস্থ

৫ জুন ২০২৩

২০২০ সালে জাতীয় নিরাপত্তা আইনে বন্দি করা হয়েছিল ওই জার্মান-ইরানি নাগরিককে।

https://p.dw.com/p/4SBcD
জার্মান মানবাধিকারকর্মী
ছবি: Privat

৬৬ বছরের নাহিদ তাঘাভি দীর্ঘদিন ধরে ইরানের জেলে বন্দি। তার এক সহবন্দি জানিয়েছেন, জেলে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন নাহিদ। বিছানা থেকে ওঠার অবস্থায় নেই তিনি। তার শরীরে এতটাই যন্ত্রণা যে প্রতিদিন ব্যাথা কমানোর ইঞ্জেকশন দিতে হচ্ছে তাকে। ইরানের জেল কর্তৃপক্ষ অবশ্য এবিষয়ে কোনো মন্তব্য করেনি।

মানবাধিকার কর্মী নাহিদকে ২০২০ সালে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে ইরানের পুলিশ। এর একবছর পর ইরানের আদালত তাকে দোষী বলে সাব্যস্ত করে। ১১ বছরের হাজতবাসের নির্দেশ দেয়া হয়। এরপর টানা ৭ মাস নাহিদকে আইসোলেশন সেলে রাখা হয়। সেই সময় থেকেই নাহিদের শরীর ভাঙতে শুরু করে বলে জানিয়েছেন তার সহবন্দি। একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন নারগেস মহম্মদী। সেখানে বলা হয়েছে, এই জার্মান-ইরানি মানবাধিকার কর্মীর শারীরিক অবস্থা খুবই খারাপ। চোখে মুখে সেই ছাপ ফুটে উঠছে নাহিদের। তিনি বিছানা ছেড়ে উঠতেই পারছেন না।

মহম্মদী জানিয়েছেন, নাহিদের মেরুদণ্ডে সমস্যা আছে। ব্যাথা মূলত সেখান থেকেই হচ্ছে। এছাড়াও উচ্চরক্তচাপ এবং সুগারের সমস্যা শুরু হয়েছে তার। মহম্মদীর ইনস্টাগ্রাম প্রোফাইল তার পরিবার চালায় ফ্রান্স থেকে। মহম্মদীর সঙ্গে যা কথা হয়, তার উপর ভিত্তি করেই এই পোস্টগুলি করা হয়।

নাহিদ ছাড়াও ইরানের জেলে বন্দি নারী রাজনৈতিক বন্দি এবং বিশেষত বিদেশি বন্দিদের বিষয়ে নিয়মিত পোস্ট করেন মহম্মদী। তাদের উপর কী ধরনের অত্যাচার হচ্ছে, সার্বিকভাবে জেলের অবস্থা এই সমস্ত বিষয়ে পোস্ট করেন মহম্মদী।

বস্তুত, গত কয়েকবছরে বহু বিদেশি মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করেছে ইরান। আন্তর্জাতিক চাপ থাকলেও তাদের ছাড়া হচ্ছে না। আরো বেশ কয়েকজন বিদেশি বন্দির শারীরিক অবস্থাও ভালো নয় বলে জানিয়েছেন মহম্মদী।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)