1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে জল-বিদ্যুতের দাবিতে বিক্ষোভ চলছে

২৭ জুলাই ২০২১

তেহরানের রাস্তায় বিক্ষোভ চলছে। জল ও বিদ্যুতের দাবিতে। সরকার জানিয়েছে, ভয়ংকর খরার জন্য এই অবস্থা।

https://p.dw.com/p/3y6Ri
তেহরানের রাস্তায় বিক্ষোভ।ছবি: Iran-Emruz

বিক্ষোভ দেখাতে গিয়ে ইতিমধ্যে পুলিশের গুলিতে অন্ততপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। তা সত্ত্বেও ইরানে জল ও বিদ্যুতের দাবিতে বিক্ষোভ চলছে। তেহরানের রাস্তায় সোমবারও বিক্ষোভ হয়েছে। 

অনলাইন ভিডিওতে দেখা যাচ্ছে, ইরানের রাজধানীর প্রধান রাস্তা দিয়ে বিক্ষোভকারীরা মিছিল করছেন। 

ইরানে গত কয়েক মাসে বৃষ্টি ৫০ শতাংশ কম হয়েছে। ফলে জলবিদ্যুৎকেন্দ্রগুলিতে উৎপাদন কমেছে। তার উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব রয়েছে।

বিক্ষোভের চেহারা

তেহরানের জমহুরি ইসলামি অ্যাভিনিউ দিয়ে বিক্ষোভকারীরা যাচ্ছেন। তাদের সঙ্গে গাড়ি ও মোটর সাইকেলে চেপে স্লোগানের তালে তালে হর্ন বাজাতে বাজাতে যাচ্ছেন অনেকে।

বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। কিন্তু ভিড়ের মধ্যে থেকে স্লোগান উঠেছে, 'স্বৈরাচারীর পতন হোক'। এই ধরনের স্লোগান দেয়া ইরানে অপরাধ এর ফলে জেল হতে পারে।

ইরানের আধা সরকারি সংবাদসংস্থা ফারস জানিয়েছে, বিক্ষোভে জনা পঞ্চাশ মানুষ ছিলেন। কিন্তু সামাজিক মাধ্যমের ছবি ও ভিডিওতে অনেক বেশি মানুষকে বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে।

ইরানে মানুষ কেন ক্ষুব্ধ?

ইরানের দক্ষিণপশ্চিম প্রদেশে জলের অভাবে মানুষ ক্ষুব্ধ। কর্তৃপক্ষের দাবি, ভয়ংকর খরা পরিস্থিতি দেখা দিয়েছে। ফলে জলাধারে জল কমে গেছে। জলবিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। তেহরানে বিদ্যুৎ ঘাটতি মারাত্মক আকার নিয়েছে। উৎপাদন কম হচ্ছে। চাহিদা বাড়ছে। ফলে তেহরান ও অন্য। শহরে ব্যাপকভাবে লোডশেডিং হচ্ছে।

এর পাশাপাশি বাড়তি বেতনের দাবিতে দেশের তেল শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক ধর্মঘটে নেমেছেন। পরিস্থিতি আরো জটিল হয়েছে করোনা এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)