1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ইরান ‘শিগগিরই’ ইসরায়েল আক্রমণ করবে: বাইডেন

১৩ এপ্রিল ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ইসরায়েলে ইরানের হামলার আশঙ্কার কথা জানিয়েছেন৷ তেহরানের বিরুদ্ধে তিনি সতর্কবার্তা দিয়েছেন এই বলে- ‘এটা করবেন না৷’

https://p.dw.com/p/4ej1Z
সিরিয়ায় হামলায় বিধ্বস্ত ইরানের কনস্যুলার ভবন
১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের একটি কনস্যুলার ভবনে বিমান হামলায় দুই জেনারেলসহ রেভল্যুশনারি গার্ডের সাত সদস্য নিহত হয়ছবি: Firas Makdesi/REUTERS

এই ধরনের হামলার সম্ভাবনা কতটুকু, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি গোপনীয় তথ্যের কথা বলতে চাই না, তবে আমার আশঙ্কা, শিগগিরই৷’’

তিনি আরো বলেন, ‘‘আমরা ইসরায়েলের প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, আমরা ইসরায়েলকে সমর্থন করবো, আমরা ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করবো এবং ইরান সফল হবে না৷’’

১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের একটি কনস্যুলার ভবনে বিমান হামলায় দুই জেনারেলসহ অভিজাত রেভল্যুশনারি গার্ডের সাত সদস্য নিহত হওয়ার পর ইরান এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷ ইরান এই হামলার জন্য তার চিরশত্রু ইসরায়েলকে দায়ী করেছে৷তবে এই হামলার দায় স্বীকার করেনি ইসরাইল৷’’

বক্তব্য প্রদানকালে বাইডেন
ইরানের হুমকির বিপরীতে ইসরায়েলকে রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বাইডেনছবি: DW

ইসরায়েলে ইরানের হামলা ‘সম্ভাব্য’

শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হুমকিকে যুক্তরাষ্ট্র এখনও সম্ভাব্য এবং বিশ্বাসযোগ্য বলে মনে করছে৷

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা এখনও ইরানের সম্ভাব্য হুমকিকে বাস্তব এবং সম্ভাব্য বলে মনে করি৷’’

কিরবি বলেন, ‘‘আমি শুধু বলবো যে আমরা এটি খুব, খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি৷’’ তিনি বলেন, ওয়াশিংটন এটা নিশ্চিত করবে যে ইসরায়েলিদের ‘‘যা প্রয়োজন তা আছে এবং তারা নিজেদের রক্ষা করতে সক্ষম৷’’

মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলে হামলার আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র৷

এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মার্কিন গণমাধ্যম সিএনএন এবং বার্তাসংস্থা এএফপিসহ বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, ‘‘আঞ্চলিক প্রতিরোধ প্রচেষ্টাকে শক্তিশালী করতে এবং মার্কিন বাহিনীর সুরক্ষা বাড়াতে আমরা এই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করছি৷''

মার্কিন কর্মকর্তারা অবশ্য এখনও মধ্যপ্রাচ্যে সরাসরি মার্কিন বাহিনীর উপর ইরানের আক্রমণের আশঙ্কা করছেন না৷

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বৃহস্পতিবার অস্ট্রেলিয়া, ব্রিটিশ এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলার পর বলেছেন, ‘‘ইরান যুদ্ধের পরিধি প্রসারিত করতে চায় না৷’’ তবে তিনি এও বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার পর তেহরান দামেস্কের হামলার জবাব দিতে বাধ্য হচ্ছে৷

ইসরায়েলের প্রতিরক্ষা প্রস্তুতি

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি শুক্রবার সন্ধ্যায় বলেছেন, ‘বিভিন্ন ধরনের পরিস্থিতি’ মোকাবিলায় তার দেশ প্রতিরক্ষা এবং আক্রমণ, দুই ধরনের অপারেশনের জন্যই প্রস্তুত৷

হাগারি সাংবাদিকদের বলেন, ‘‘প্রতিরক্ষার পাশাপাশি, আমরা আক্রমণ করার জন্যও প্রস্তুত৷ আমরা জানি কিভাবে কাজ করতে হয় এবং ইসরায়েলের জনগণকে রক্ষা করতে হয়৷’’

এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট জানান, শুক্রবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এর প্রধান জেনারেল মাইকেল কুরিলার সঙ্গে আলোচনার পর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক জোট আগের চেয়েও শক্তিশালী হয়েছে৷

গ্যালান্ট বলেন, ‘‘আমাদের শত্রুরা মনে করে যে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে আলাদা করতে পারবে৷কিন্তু এর বিপরীতটাই সত্য৷ তারা আমাদের জোটবদ্ধ করছে এবং আমাদের সম্পর্ককে শক্তিশালী করছে৷’’

সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনা ইস্যুতে ওয়াশিংটনের হতাশা বৃদ্ধি সত্ত্বেও দুই দেশের বর্তমান সম্পর্ক বিষয়ে তিনি বলেন, ‘‘আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি৷’’

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কুরিলাকে ইসরায়েলে পাঠিয়েছেন৷কুরিলা তার সফরে আইডিএফ এর প্রধান জেনারেল হের্ৎসল হালেভির সঙ্গেও আলোচনা করেছেন৷

এডিকে/এফএস (এপি, এফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান