1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোপন পরমাণু কর্মসূচির অভিযোগ

১ মে ২০১৮

ইরানের পরমাণু অভিসন্ধির ‘প্রমাণ' পেশ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷ অ্যামেরিকা তাতে সন্তুষ্ট হলেও ইউরোপীয় ইউনিয়ন সংশয় প্রকাশ করেছে৷ 

https://p.dw.com/p/2wx0L
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু
ছবি: Reuters/A. Cohen

সোমবার বেশ ঘটা করে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে এক নাটকীয় ‘প্রেজেন্টেশন' আয়োজন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু৷ টেলিভিশনে একেবারে ‘প্রাইম টাইম' বেছে নিয়ে প্রথমে ইংরেজি, তারপর হিব্রু ভাষায় বক্তব্য রাখেন তিনি৷ ভিডিও, গ্রাফিক্স, মঞ্চসজ্জা – সব রকম ব্যবস্থা ছিল৷

তাঁর অভিযোগ, পরমাণু চুক্তি সত্ত্বেও ইরান পরমাণু অস্ত্র তৈরির স্বপ্ন ত্যাগ করেনি৷ ‘আমাদ প্রকল্প' নামের এই গোপন কর্মসূচির আওতায় আর্কাইভে পরমাণু অস্ত্র তৈরির নক্সা, নথিপত্র ইত্যাদি সংরক্ষিত আছে৷ অস্ত্র তৈরির নতুন জ্ঞানও তাতে যোগ করা হয়েছে বলে অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী৷ প্রায় এক লক্ষ ফাইল থেকে তা স্পষ্ট হয়ে যাচ্ছে৷

গোপন এই কর্মসূচির আওতায় ইরান ৫টি হিরোশিমা মাপের পরমাণু বোমা তৈরি করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেগুলি প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে৷ অ্যামেরিকার পর ফ্রান্স ও জার্মানির কাছে এইসব তথ্য তুলে দেওয়া হবে, বলেন তিনি৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, যাবতীয় তথ্য অনুযায়ী ইরানের নেতৃত্ব সে দেশের মানুষের কাছে পরমাণু অস্ত্র কর্মসূচি সম্পর্কে মিথ্যা বলেছে৷ ইসরায়েল যেসব তথ্য আবিষ্কার করেছে, তার ফলে ইরানের অভিসন্ধি আরও ভালো করে বোঝা যাচ্ছে বলে মনে করেন তিনি৷ তবে নেতানিয়াহু যেসব নথিপত্র তুলে ধরেছেন, তা পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘন করছে কিনা, পম্পেও তা বলেননি৷ তাঁর মতে, আইনজীবীরা তা খতিয়ে দেখতে পারেন৷ উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১২ই মে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন৷

ইরানের নেতৃত্ব নেতানিয়াহুর অভিযোগকে সরাসরি মিথ্যাচার হিসেবে নস্যাৎ করে দিয়েছে৷ সে দেশের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জরিফ এক টুইট বার্তায় নেতানিয়াহু সম্পর্কে তীর্যক মন্তব্য করে মিথ্যেবাদী রাখাল ছেলের গল্পের উল্লেখ করেন৷

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেন, ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘন করছে, নেতানিয়াহুর বক্তব্যে এমন কোনো ইঙ্গিত নেই৷ সেই চুক্তি মোটেই বিশ্বাস ও আস্থার উপর নির্ভরশীল নয়৷ যাচাই করার এবং তথ্য খতিয়ে দেখার স্পষ্ট ও কড়া কাঠামোর ভিত্তিতে এই চুক্তি কার্যকর করা হচ্ছে, বলেন তিনি৷ আইএইএ-র গত ১০টি রিপোর্ট অনুযায়ী ইরান সব শর্ত মেনে চলছে৷

নেতানিয়াহু ‘প্রমাণ' হিসেবে যেসব নথিপত্র তুলে ধরেছেন, তার বেশিরভাগই ২০১৫ সালে পরমাণু চুক্তি স্বাক্ষরের আগের সময়ের৷ ওয়াশিংটনে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এক টুইট বার্তায় বলেন, অতীতে ইরানের পরমাণু কার্যকলাপের প্রেক্ষিতে পরমাণু চুক্তির পক্ষে যুক্তি আরও জোরালো হয়ে উঠছে৷

ব্রিটেনও মনে করে যে, ইরানের পরমাণু অস্ত্র তৈরির ইচ্ছার কারণে আন্তর্জাতিক পরমাণু সংস্থার ইতিহাসে সবচেয়ে বিস্তৃত ইনস্পেকশনের কাঠামো সৃষ্টি করা হয়েছিল৷ জার্মান সরকারের এক মুখপাত্র বলেছেন, পরমাণু চুক্তির আওতায় নিরপেক্ষ ইনস্পেকশনের সুযোগ বজায় রাখতে হবে৷

এসবি/এসিবি (রয়টার্স ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য