1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজতুরস্ক

ইরাকে কুর্দিদের উপর তুরস্কের হামলা

১৯ এপ্রিল ২০২২

সোমবার উত্তর ইরাকে কুর্দিদের উপর হামলা চালায় তুরস্ক। ইরাক ও সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের অংশ এই হামলা।

https://p.dw.com/p/4A56U
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতেই এই হামলা। ছবি: KENZO TRIBOUILLARD/AFP/Getty Images

উত্তর ইরাকে কুর্দিদের শিবির, টানেল, বাসস্থান ও গোলাবারুদ রাখার জায়গায় সোমবার হামলা করেছে তুরস্কের যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোন। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তাদের দেশকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এখনো পর্যন্ত পরিকল্পনামাফিক অপারেশন হয়েছে। যে সব টার্গেট প্রথম পর্যায়ে চিহ্নিত করা হয়েছিল, তাতে হামলা করা সম্ভব হয়েছে। তিনি অবশ্য হতাহতের কোনো সংখ্যা দেননি।

বলা হয়েছে, উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে-র নিয়ন্ত্রণে থাকা এলাকায় আক্রমণ শানিয়েছে তুরস্ক। তাদের দাবি, ওই এলাকা থেকে তুরস্কের উপর হামলা চালানো হয়।

তুরস্কের দাবি

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, কুর্দিরা তুরস্কের উপর ব্যাপক হামলার প্রস্তুতি নিয়েছিল। তুরস্ক তাই বন্ধু ও শরিকদের সঙ্গে সমন্বয় করে কুর্দিদের উপর হামলা করেছে।

এই বন্ধু ও শরিক কারা তা প্রতিরক্ষামন্ত্রী জানাননি। তবে গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান কুর্দ স্বশাসিত এলাকার প্রধানমন্ত্রী বারজানির সঙ্গে বৈঠক করেছিলেন। তুরস্কের ভয় হলো, কুর্দিরা স্বাধীন কুর্দিস্তান গঠন করতে পারলে তারা তুরস্কের উপর হামলা করবে। তাই তারা ইরাক ও সিরিয়ায় কুর্দিদের দুর্বল করতে চাইছে।

তবে ইরাকে স্বশাসিত অঞ্চল যারা শাসন করে, সেই কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি তুরস্কের সঙ্গে আছে।

অরাকেশন ক্ল লক

তুরস্ক এই অপারেশনের নাম দিয়েছে 'ক্ল লক'। তাদের দাবি, সীমান্ত সুরক্ষার জন্য তারা এই অপারেশন করছে। তাই সীমান্তে তারা গোলাবর্ষণও করছে। তারা পিকেকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। অ্যামেরিকা এবং ইইউ পিকেকে-কে সন্ত্রাসবাদী সংগঠন বলে চিহ্নিত করেছে। এই গোষ্ঠী ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে লড়াই করছে। এখনো পর্যন্ত এই সংঘাতে ৪০ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

জিএইচ/এসজি (এপি, রয়টার্স)