1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইমনের ভিন্ন সব সংগীত

৭ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশের হাল আমলের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর সদস্য, গিটারিস্ট ইমন চৌধুরী৷ সম্প্রতি তাঁর কিছু চমৎকার যন্ত্রসংগীত মুগ্ধ করেছে লাখো সংগীতপ্রেমীকে৷ তাঁর প্রথম চমকটি ছিল গিটোলিন৷

https://p.dw.com/p/34TO9
ছবি: picture-alliance/dpa/CHROMORANGE/Bilderbox

গিটোলিন কী? গিটার ও ভায়োলিনের সমন্বয়কে গিটোলিন বলে৷ গত মার্চে এই দুইয়ের সমন্বয়ে একটি পূর্ণ মিউজিক ট্র্যাক করে এর ভিডিও প্রকাশ করেছিলেন ইমন৷ পোস্টে তিনি লিখেছিলেন, ‘‘এখনো পর্যন্ত এই গিটার স্টাইলটি নিয়ে কোথাও সেভাবে পূর্ণাঙ্গ কাজ হয়নি বললেই চলে, চেষ্টা করেছি কিছু করার, ধন্যবাদ সৃষ্টিকর্তাকে সবকিছুর জন্য ...৷’’

সোয়া ৫ মিনিটের মতো দৈর্ঘ্যের ভিডিওটিতে দেখা যায়, ইমন ভায়োলিনের বো দিয়ে গিটারে সুর তুলছেন৷ তাঁর সেই সুরের দ্যোতনায় মুগ্ধ সংগীতপ্রেমীরা ভিডিওটি সেদিন থেকেই লাইক, শেয়ার করতে থকেন,  কমেন্টও করতে থাকেন ভিডিওতে৷ এ পর্যন্ত ২ লাখ ১৪ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি৷ শেয়ার হয়েছে ৩ হাজারেরও বেশিবার৷

শ্রোতাদের এত ভালোবাসা পেয়ে উজ্জীবিত ইমন এর তিন মাস পর গত জুনে আবারো এক উপহার নিয়ে এলেন৷ এবার ছোট্ট একটি ট্র্যাক৷ সেখানে সেতার ও গিটারের সমন্বয়ে ‘লাভ অ্যান্ড পিস’ নামের একটি ট্র্যাক৷ অদ্ভুত সুন্দর সেই ট্র্যাকটিও ভালোবেসেছেন মানুষ৷ ইমন সেই পোস্টে লিখেছেন, ‘‘চেনা-অচেনা বহু মানুষের ভালোবাসা পাই সবসময়, সত্যি অবাক লাগে নিঃস্বার্থভাবে মানুষ এত ভালবাসে কিভাবে! জন্মদিনে সবার শুভকামনা পেয়ে সত্যি আমি খুব ধন্য, তাই ভালবাসাস্বরূপ সবার জন্য আমার এই ছোট্ট উপহার!’’

তাঁর ভিডিওতে কমেন্ট করেছেন হাজার হাজার শ্রোতা৷ একজন লিখেছেন, ‘‘অসাধারণ! হৃদয় ছুঁয়ে যায়৷’’ আরেকজন লিখেছেন, ‘‘আপনার নির্মিত সংগীতের স্বচ্ছতা এবং পরিমিতিবোধ ঈর্ষণীয়৷ গভীর কোনো বোধ থেকে এই মুর্ছনা উৎসারিত...৷’’

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য