1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উগ্র ইসলামপন্থি নেতার মৃত্যুদণ্ড

২২ জুন ২০১৮

সন্ত্রাসী হামলায় জড়িত থাকার দায়ে ইন্দোনেশিয়ায় আমান আব্দুররাহমান নামে এক উগ্র ইসলামপন্থি নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত৷

https://p.dw.com/p/304MQ
ছবি: Reuters/D. Whiteside

আব্দুররাহমান তথাকথিত ইসলামী জঙ্গিগোষ্ঠী আইএস-এর সঙ্গে জড়িত এবং ইন্দোনেশিয়ার ইসলামী উগ্রবাদী মতাদর্শের অনুসারী জেএডি দলের অন্যতম তাত্ত্বিক গুরু ও ভারপ্রাপ্ত নেতা হিসেবে পরিচিত৷

শুক্রবার ইন্দোনেশিয়ার সাউথ জাকার্তা ডিসট্রিক্টের একটি আদালত তার এই মৃত্যুদণ্ডের রায় দেয়৷

২০১৬ সালে জাকার্তায় স্টারবাকস ক্যাফেতে চালানো এক আত্মঘাতী সন্ত্রাসী হামলায় চার বেসামরিক ব্যক্তির মৃত্যুর ঘটনাসহ জাকার্তার একটি বাস স্টপে হামলা চালিয়ে তিন পুলিশ অফিসারকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে আব্দুররাহমানের বিরুদ্ধে৷

তারই নির্দেশে কালিমানটানের এক গির্জায় বোমা হামলায় দুই বছর বয়সি এক শিশু মারা যায়৷

আব্দুররাহমানের দল জেএডি হচ্ছে জেম্মাহ ইসলামিয়া গোষ্ঠীর একটি শাখা, যাদেরকে ২০০২ সালে বালি বোমা হামলা ও ২০০৪ সালে অস্ট্রেলিয়ার দূতাবাসে হামলা চালানোর জন্য দায়ী মনে করা হয়৷

আব্দুররাহমানের মামলা পরিচালনায় গঠিত পাঁচ বিচারকের সমন্বিত বেঞ্চ একটি বিবৃতিতে জানিয়েছে, ধর্মীয় দৃষ্টিভঙ্গি তার অনুসারীদের সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করেছে বলে তাকেই দায়ভার নিতে হবে৷

দণ্ডপ্রাপ্তের এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য সাতদিন সময় হাতে রয়েছে৷

এইচআই/এসিবি (এএফপি, এপি)