1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় বিরোধীদের নিবাচনের ফলাফল প্রত্যাখ্যান, সংঘর্ষ

২২ মে ২০১৯

ইন্দোনেশিয়ার রাজধানী  জাকার্তায় নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় অন্তত ছয় জন নিহত হয়েছে৷ আহত অন্তত ২০০ জন৷ মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে জাতীয় নির্বাচনের পরাজিত প্রার্থী প্রাবোভো সুবিয়ান্তোর সমর্থকদের সংঘর্ষে এ ঘটনা ঘটে৷ 

https://p.dw.com/p/3Is7h
Indonesien Jakarta Ausschreitungen nach Joko Widodo Wiederwahl
ছবি: AFP/D. Krisnadhi

জাকার্তার গভর্নর আনিয়েস বাসভেডান স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে জাতীয় নির্বাচনের প্রসিডেন্ট প্রার্থী প্রাবোভো সুবিয়ান্তোর সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে৷ এ সময় ছয় জন নিহত ও অন্তত ২০০ জন আহত হয়েছে বলে জানান তিনি৷ এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে৷

গত ১৭ এপ্রিল ইন্দোনেশিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়৷ প্রায় এক মাস পর গত মঙ্গলবার (২২ মে) প্রকাশিত ফলাফলে দেখা যায় ক্ষমতাসীন জোকো উইডোডোই প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন৷ নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, জোকো উইডোডো শতকরা ১০ ভাগ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দী প্রাবোভো সুবিয়ান্তোকে পরাজিত করেন৷ 

কিন্তু  নির্বাচনের ফলাফল  প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে প্রাবোভো সুবিয়ান্তোর সমর্থকরা৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, নির্বাচনের ফলাফল প্রকাশের পর কয়েক হাজার মানুষ নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে৷ পুলিশ তাঁদের ঘটনাস্থল ত্যাগ করতে বললে উত্তেজনা দেখা দেয়৷ এ সময় বিক্ষোভকারীরা ভাংচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটালে পুলিশ তাদের নিবৃত্ত করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে৷ মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া সহিংসতা সারা রাত ধরে চলতে থাকে৷ স্থানীয় টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উদ্বৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার সকাল পর্যন্ত সুবিয়ান্তোর সমর্থকদের রাস্তায় বিক্ষোভ করতে দেখা গেছে৷ 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাকার্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৩০ হাজার অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা সুবিয়ান্তোর

নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে  নিজেকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করেছেন প্রাবোভো সুবিয়ান্তো৷ বর্তমান প্রেসিডেন্ট জোকো উইডোডোর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ এনে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি৷

নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে দেশটির সাংবাধানিক আদালতে যাওয়ার ঘোষণাও দিয়েছে তাঁর দল, যদিও এ দাবির পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ তাঁর হাতে নেই বলে ধারণা করা হচ্ছে৷

আরআর/এসিবি (এপি, এএফপি রয়টার্স, ডিপিএ)           

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য