1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্লোবাল মিডিয়া ফোরাম ২০১৩

২২ জুন ২০১৩

প্রথমে উইকিলিক্স, তারপর প্রিজম কেলেঙ্কারি৷ বিশাল তথ্যভাণ্ডার কাজে লাগিয়ে রাষ্ট্র বা একদল মানুষ কী করতে পারে, তার একটা ধারণা পাওয়া গেছে৷ সম্প্রতি এক আলোচনাসভায় এর বিভিন্ন দিক উঠে এসেছে৷

https://p.dw.com/p/18uHF
ছবি: Reuters

বিশ্বায়নের এই যুগে সাংবদিকতার ক্ষেত্রেও নানা পরিবর্তন ঘটেছে৷ অতীতে কোনো সাংবাদিক নিজের উদ্যোগেই তথ্য সংগ্রহ করে সংবাদপত্রে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করতেন৷ ইন্টারনেটের অভাবনীয় বিকাশের ফলে তথ্য আজ প্রায় সবার নাগালে৷ সাংবাদিকরাও আর একা নন, দল বেঁধে গোটা বিশ্বে কর ফাঁকির মতো স্পর্শকাতর বিষয় ফাঁস করে দিয়েছেন৷ উইকিলিক্স-এর কাণ্ডকারখানার কথা কে না জানে! সম্প্রতি প্রিজম কেলেঙ্কারির কারণে তথ্য সংগ্রহের বিষয়টি আরও আলোচিত হচ্ছে৷ বিভিন্ন সংস্থা ও সরকার বিশাল আকারের তথ্য সংগ্রহ করে চলেছে৷

সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যভাণ্ডারের ভূমিকা সম্পর্কে এক আলোচনাসভা আয়োজিত হয়েছিল ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরামে৷ কস্টা রিকার সাংবাদিকতা প্রশিক্ষণ বিশেষজ্ঞ জানিনা সেগনিনি একটি দৃষ্টান্ত তুলে ধরে বলেন, নিকারাগুয়ায় সব মন্ত্রী ও পরিবারের কর সংক্রান্ত তথ্য সংগ্রহ করা গিয়েছিল৷ দেখা গেল খোদ অর্থমন্ত্রী ও তাঁর স্ত্রী নিজেরাই কর ফাঁকি দিচ্ছেন৷ সাংবাদিকরা সব তথ্য সংগ্রহ করে যে তথ্যভাণ্ডার গড়ে তুলেছিলেন, সেখান থেকেই এই বিষয়টি ধরা পড়ে৷ কেলেঙ্কারি ফাঁস হয়ে যাবার পর দেখা যায়, খোদ অর্থমন্ত্রীই আয়কর মেটান নি৷ তবে চাপে পড়ে তাদের অনেকেই দ্রুত বকেয়া কর মিটিয়ে দিয়েছিলেন৷

GMF Foto Giannina Segnini
কস্টা রিকার সাংবাদিকতা প্রশিক্ষণ বিশেষজ্ঞ জানিনা সেগনিনিছবি: GMF

কস্টা রিকায় শিক্ষাব্যবস্থা সম্পর্কেও একটা সার্বিক চিত্র উঠে এসেছিল৷ এক্ষেত্রেও সব তথ্য উপাত্ত সংগ্রহ করে সেখান থেকেই নানা চাঞ্চল্যকর তথ্য জানা যায়৷ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা গিয়েছিল৷

এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, ডেটা বা তথ্য কতটা সহজলভ্য৷ বিধিনিয়ম কতটা? থাকলেও সেটা প্রকাশ করার উপায় আছে কি? কে তার খরচ বহন করবে? এর অপব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না৷ তাছাড়া তথ্য সংরক্ষণের বিষয়ে সব দেশে একই রকম সংবেদনশীলতা নেই৷ তবে জার্মানিতে বিষয়টি গুরুত্বপূর্ণ৷

উপস্থিত বক্তারা বলেন, কম তথ্য থাকলেও সাংবাদিক তদন্ত শুরু করতে পারেন৷ শুধু বড় নয়, ছোট আকারের সংবাদপত্রগুলিও এই কাজ করতে পারে৷ তাদের লোকবল বা অর্থবল বড় কথা নয়৷ তবে সব ক্ষেত্রে তথ্য সংগ্রহ করলেই তাকে ডেটা জার্নালিজম বলা যায় না৷ যেমন বড় বড় সংবাদপত্র যখন সমীক্ষা চালায়, তখন তার চরিত্র আলাদা হতে পারে৷ ডয়চে ভেলে সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণের ব্যবস্থা বাড়ছে, তবে সেটা ‘প্র্যাকটিকাল' রাখা জরুরি৷ তাছাড়া সব সাংবাদিককে এই বিশেষ পদ্ধতি শিখতে হবে না৷ কারণ এর জন্য চাই প্রোগ্রামিং সংক্রান্ত জ্ঞান৷ তাই টিম হিসেবে কাজ করলে ভালো৷ কারো পক্ষে সব কম্পিউটার প্রোগ্রামিং শেখা সম্ভব নয়৷ শেষ পর্যন্ত জটিল তথ্যের সঠিক মূল্যায়ন জরুরি৷ তথ্য সম্পূর্ণ হওয়া জরুরি৷ তা না হলে মূল্যায়ন ভুল হতে বাধ্য৷

অনেক ক্ষেত্রে দেখা যায়, তথ্যের নাগাল পাওয়া কঠিন৷ ফলে কাজ করা সহজ নয়৷ তাছাড়া আইন থাকলেও প্রায়ই তার প্রয়োগ হয় না৷

সঞ্জীব বর্মন

দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য