1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টার মিলানের ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়

১৯ ডিসেম্বর ২০১০

আফ্রিকান চ্যাম্পিয়ন মাজেম্বেকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ ছিনিয়ে নিল ইউরোপীয় চ্যাম্পিয়ন ইন্টার মিলান৷ টানা চতুর্থবারের মতো ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো কোন ইউরোপীয় ক্লাব৷

https://p.dw.com/p/Qfhj
Inter Milan, Dutch, midfielder Wesley, Sneijder, celebrate, Brazilian, Maicon, Samuel, Eto'o, Cameroon, French ইন্টার মিলান, ক্লাব বিশ্বকাপ, শিরোপা, জয়, Jonathan Biabiany, Champions League, soccer, match
শিরোপা জয়ের পর ইন্টার মিলানের উচ্ছ্বাস (ফাইল ছবি)ছবি: AP

২০০৫ সাল থেকে বর্তমান ধারায় চলে আসছে ক্লাব বিশ্বকাপ ফুটবলের আসর৷ তবে ইউরোপ কিংবা দক্ষিণ অ্যামেরিকার বাইরে থেকে এই আসরের ফাইনালে ওঠা প্রথম দল মাজেম্বে৷ সেমিফাইনালে কোপা লিবারাটাডোর্স চ্যাম্পিয়ন ইন্টারনাসিওনালকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর ক্লাব মাজেম্বে৷

আবুধাবির যায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ইটালির ইন্টার মিলান এবং মাজেম্বে৷ শুরু থেকেই মাঠে প্রাধান্য রেখে খেলেছে ইটালীয়রা৷ প্রথম ২০ মিনিটের মধ্যেই পানডেভ এবং ইটোর গোলে এগিয়ে যায় ইন্টার মিলান৷

১৩ মিনিটে গোলের সূচনা করেন গোরান পানডেভ৷ ইটোর দেওয়া পাসের সদ্ব্যবহার করেন পানডেভ৷ গোলরক্ষক মুটেবা কিডিয়াবাকে পাশ কাটিয়ে বলটা একটু যত্ন করে ছুঁয়ে দেন মাজেম্বের জালে৷ এর মাত্র চার মিনিট পরেই ব্যবধান বাড়িয়ে তোলেন ক্যামেরুন স্ট্রাইকার স্যামুয়েল ইটো৷ তৃতীয় গোলটি আসে ফরাসি তারকা জোনাথান বিয়াবিয়ানির পা থেকে ৮৫ মিনিটে৷

জয়ের পর উচ্ছ্বাস ঝরে পড়ে পানডেভের কণ্ঠে৷ সাংবাদিকদের বলেন, ‘‘আমরা একটি খাঁটি দল৷ যখন দরকার হয় তখন আমরা একটিও ভুল করি না৷'' নিজের করা সূচনা গোলের জন্য ইটোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পানডেভ৷ বললেন, ‘‘আমার প্রথম গোলটির জন্য ইটো চমৎকার পাস দিয়েছিল৷ আজকে আমরা খুব দারুণ ম্যাচ খেলেছি৷ আমি যোগ দেওয়ার পর থেকে আমরা পাঁচটি শিরোপা জিতলাম৷ এটা খারাপ নয়৷''

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার সিয়ংনাম ইলহ ক্লাবকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিলীয় ক্লাব ইন্টারনাসিওনাল৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান