1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইনিংস ব্যবধানেই হারলো বাংলাদেশ

২৪ নভেম্বর ২০১৯

শেষ পর্যন্ত কলকাতা টেস্টে ইনিংস পরাজয় এড়াতে সক্ষম হল না বাংলাদেশ৷ তৃতীয় দিনে মাত্র ৪৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ব্যাটিং৷

https://p.dw.com/p/3TcgM
Cricket Testspiel Indien vs Bangladesch
ছবি: AFP/D. Sarkar

ভারতের কাছে ইডেন টেস্টে গোলাপী বলের প্রথম লড়াইয়ে বাংলাদেশে হেরেছে ইনিংস ও ৪৬ রানে৷ আগের দিনে চোট পাওয়া মাহমুদউল্লাহ নামতে পারেননি ব্যাটিংয়ে৷

তৃতীয় দিনের শুরুতে মুশফিকের সাথে ব্যাট করতে নামেন ইবাদত হোসেন৷ উমেশ যাদবের বলে স্লিপে ক্যাচ দিয়ে তিনি বিদায় নেন শূন্য রানে৷ আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে একই বোলারকে উইকেট দিয়ে আসেন মুশফিকুর রহিম৷ অফ স্টাম্পের বাইরের স্লোয়ার ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি৷ কাভারে সেটি লুফে নেন রবীন্দ্র জাদেজা৷ ৯৬ বলে ৭৪ রানে শেষ হয় মুশফিকের ইনিংস৷ বাংলাদেশের রান তখন ৮ উইকেটে ১৮৪৷ এরপর আল আমিনের উইকেটও তুলে নেন উমেশ৷ মাহমুদউল্লাহ ব্যাটিংয়ে না নামায় নয় উইকেটেই শেষ হয় বাংলাদেশের ইনিংস৷ স্কোরবোর্ডে রান ১৯৫৷ ভারতের প্রথম ইনিংস থেকে যা ৪৬ রান কম৷ 

ভারতের বোলারদের মধ্যে ৫ উইকেট তুলে নিয়েছেন উমেশ৷ বাকি চার উইকেট ইশান্ত শর্মার৷ এই টেস্টে বাংলাদেশের ১৯ উইকেটই নিয়েছেন ভারতের পেসাররা৷ ঘরের মাঠে স্পিনারদের উইকেট ছাড়াই তাদের প্রথম কোন টেস্ট ম্যাচ জেতার ঘটনা এটি৷

সব মিলিয়ে দুর্বল বাংলাদেশ দলের বিরুদ্ধে গোলাপী বলের প্রথম টেস্টটি বিরাট কোহলিরা স্মরণীয় করে রাখল দাপুটে জয় দিয়েই৷ এই নিয়ে প্রথমবারের মত টানা সাত টেস্ট জিতলো ভারত৷   

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩০.৩ ওভারে ১০৬

ভারত ১ম ইনিংস: ৮৯.৪ ওভারে ৩৪৭/৯

বাংলাদেশ ২য় ইনিংস: ৪১.১ ওভারে ১৯৫/৯ (সাদমান ০, ইমরুল ৫, মুমিনুল ০, মিঠুন ৬, মুশফিক ৭৪, মাহমুদউল্লাহ ৩৯ (আহত), মিরাজ ১৫, তাইজুল ১১, ইবাদত ০, আল আমিন ২১, আবু জায়েদ ২*; ইশান্ত ১৩-২-৫৬-৪, উমেশ ১৪.১-১-৫৩-৫, শামি ৮-০-৪২-০, অশ্বিন ৫-০-১৯-০, জাদেজা ১-০-৮-০)

এফএস/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান