1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইডির জালে সঞ্জয় রাউত

১ আগস্ট ২০২২

বিজেপির বিরুদ্ধে বরাবরই সরব তিনি। রোববার ছয় ঘণ্টা জেরার পর ইডি গ্রেপ্তার করল মহারাষ্ট্রের শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে।

https://p.dw.com/p/4Ewmu
পুলিশ
প্রতীকী ছবিছবি: Aamir Ansari/DW

মহারাষ্ট্রে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। সাম্প্রতিককালে একাধিক বিষয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। রোববার তাকেই গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রোববার ভোরে তার বাড়িতে সিআরপিএফ জওয়ানদের নিয়ে তল্লাশি অভিযানে যায় ইডি। ছয় ঘণ্টা জেরার পর তাকে গ্রেপ্তার করা হয়। ইডি জানিয়েছে, তদন্তে অসহযোগিতা করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, এর আগে দুইবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছিল ইডি। দুইবারই তিনি এড়িয়ে গেছিলেন।

সঞ্জয়ের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ আছে। যদিও শিবসেনা নেতার বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে বিজেপি। তারাই ইডি-কে প্রভাবিত করছে। এদিন ইডির দপ্তরে যাওয়ার সময় সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। গেরুয়া উত্তরীয় উড়িয়ে সম্ভাষণ জানান তিনি।

সঞ্জয় রাউতের গ্রেপ্তারি নিয়ে সোমবার সকাল থেকে উত্তেজনা ছিল সংসদ ভবনেও। শিবসেনা সাংসদরা সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। যার জেরে মুলতুবি হয়ে যায় অধিবেশন। পোস্টার হাতে তারা সংসদের বাইরে আন্দোলন করতে থাকেন। মহারাষ্ট্র জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে শিবসেনা। উদ্ধব ঠাকরে সোমবার দুপুরে সঞ্জয় রাউতের পরিবারের সঙ্গে দেখা করতে যান।

শিবসেনার অভিযোগ, বিরোধীদের বিরুদ্ধে ইডি, সিবিআইয়ের মতো একাধিক কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বিজেপি। সঞ্জয় রাউতকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছে। বস্তুত, পশ্চিমবঙ্গেও সেই একই অভিযোগ করছে তৃণমূল। সেখানে তৃণমূল নেতা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীকে গ্রেপ্তার করেছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়কে অবশ্য দল এবং সরকারের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিরোধীদের দাবি, একাধিক বিজেপি নেতার বিরুদ্ধেও নানা অভিযোগ আছে। ইডি এবং সিবিআইয়ের খাতায় তাদের নাম আছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বিজেপির বক্তব্য, অপরাধ করলে শাস্তি পেতে হবে। আইন আইনের পথে চলবে। সিবিআই এবং ইডি তাদের তদন্ত করছে। এর পিছনে রাজনীতি নেই।

শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করার পর সরব হয়েছিলেন সঞ্জয়। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। আটমাস পর আরিয়ানের উপর থেকে মামলা তুলে নেওয়া হয়। কিন্তু বিজেপির সঙ্গে সঞ্জয়ের বিতর্ক থামেনি।

এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)