1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিতে দুর্ঘটনায় প্রমোদতরী, পুরো খাতে ক্ষতির আশঙ্কা

১৬ জানুয়ারি ২০১২

শুক্রবার সন্ধ্যায় ইটালিতে একটি প্রমোদতরী দুর্ঘটনায় পড়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন৷ এই ঘটনা সমুদ্রকে ঘিরে থাকা পর্যটন ব্যবসায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের৷

https://p.dw.com/p/13kEm
দুর্ঘটনায় কোস্টা কনকোর্ডিয়াছবি: REUTERS

দুর্ঘটনায় পড়া প্রমোদতরীর নাম কোস্টা কনকোর্ডিয়া৷ এই ব্যবসায় বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি কার্নিভাল কর্পোরেশনের জাহাজ এটি৷ লম্বায় প্রায় ৩০০ মিটার দীর্ঘ৷ পর্যটকদের মন ভরাতে প্রায় সবকিছুর ব্যবস্থা রয়েছে সেখানে৷ সুইমিংপুল থেকে শুরু করে রেস্তোরাঁ, সিনেমা হল, ডিসকোবার সব ব্যবস্থা রয়েছে ঐ প্রমোদতরীতে৷ যেন ভাসমান একটা শহর৷

জাহাজের ক্রু সহ প্রায় চার হাজার যাত্রী নিয়ে ইটালির রোম থেকে রওয়ানা হয়েছিল কোস্টা কনকোর্ডিয়া৷ ইটালিরই কয়েকটি বন্দর ছাড়াও ফ্রান্স ও স্পেনের বন্দরে নোঙর ফেলার কথা ছিল তার৷ কিন্তু যাত্রা শুরুর কয়েক ঘণ্টা পরই একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খায় বিশালাকার এই তরীটি৷ পরে আতঙ্কিত এক যাত্রী জানান, কিছুক্ষণের জন্য তাদের ম‌ধ্যে যেন টাইটানিকের স্মৃতি ফিরে এসেছিল৷

Kreuzfahrtschiff Costa Concordia
ছবি: Reuters

এই ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন, শুক্রবারের দুর্ঘটনা যে শুধু মালিক পক্ষের জন্যই ক্ষতি বয়ে আনবে তা নয়, পুরো খাতেই এর প্রভাব পড়তে পারে৷ কেননা পর্যটকদের মধ্যে নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিতে পারে৷

বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে এমনিতেই ব্যবসা ভাল যাচ্ছে না৷ তাই পর্যটকদের জন্য এ বছর অপেক্ষাকৃত কম টাকায় ভ্রমণের সুবিধা দেয়া হয়েছে৷

দুর্ঘটনায় কত টাকার ক্ষতি হয়েছে সেটা এখনো নিরূপণ করা হয়নি৷ তবে শুধু যাত্রীদের টাকা ফেরত আর মেরামতের জন্য যে খরচ হবে সেটা নয়, আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার কারণে পরিবেশের যে ক্ষতি হতে পারে সেটারও ক্ষতিপূরণ দিতে হতে পারে কোম্পানিকে৷ কেননা জাহাজে থাকা তেল সাগরে পড়ে সেখানকার পানি দূষিত করে তুলতে পারে৷ যদিও এখন পর্যন্ত সেরকম কোনো দূষণের লক্ষণ দেখা যায়নি৷

উল্লেখ্য, বিলাসবহুল জাহাজে করে সাগর পাড়ি দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে৷ এক হিসেবে দেখা গেছে, সত্তরের দশকে মাত্র পাঁচ লক্ষ পর্যটক এধরণের আনন্দ নিতেন৷ ২০১০ সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই কোটিতে৷

পর্যটকরা জাহাজে করে ক্যারিবীয় দ্বীপগুলোতে ঘুরতে যেতে সবচেয়ে বেশি পছন্দ করেন৷ তবে ইদানিং ভূমধ্যসাগরেও ঘুরতে পছন্দ করছেন তারা৷ ইটালির দুর্ঘটনাটি হয়েছে সেখানেই৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য