1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের সঙ্গে বাংলাদেশের সব ফ্লাইট বাতিল

১৪ মার্চ ২০২০

৩১ মার্চ পর্যন্ত ব্রিটেন ছাড়া ইউরোপের সঙ্গে বাংলাদেশের সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়৷

https://p.dw.com/p/3ZQlC
ছবি: DW/Harun Ur Rashid Swapan

করোনা ভাইরাসের প্রেক্ষিতে শনিবার রাতে সরকারের বেশ কিছু সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন৷ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ৩১ মার্চ পর্যন্ত ব্রিটেন ছাড়া ইউরোপের সঙ্গে সব ফ্লাইট বাতিল করা হয়েছে৷ 

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের প্রতিবেদনে জানিয়েছে, রোববার রাত ১২টার পর থেকে দুই সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে৷ সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, ‘‘যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপকে করোনা ভাইরাসের বর্তমান এপিসেন্টার ঘোষণা করেছে, তাই অন্যান্য দেশের মতো আমরাও ওই সব দেশের যাত্রীদের অ্যালাউ করব না৷’’

আগামী দুই সপ্তাহ সব দেশের নাগরিকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ দেওয়া বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি৷

এদিকে, ইটালি থেকে শনিবার ১৪২জন দেশে ফিরেছেন৷ সকালে ঢাকায় আসার পর শাহজালাল বিমানবন্দর থেকে তাদের সরাসরি নেওয়া হয়েছে আশকোনার হজ ক্যাম্পে৷ তাদেরকে সেখানে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন৷

ইটালি থেকে আরও শতাধিক ব্যক্তি আসছেন বলেও জানান তিনি৷ তাদের নিয়েও একই পরিকল্পনা নেয়া হয়ছে৷

এফএস/এআই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান