1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় ব্যাংকগুলির ঋণ

৮ জানুয়ারি ২০১৪

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবির প্রকাশ করা এক জরিপে দেখা গেছে, বিভিন্ন কোম্পানিকে দেয়া ইউরোপের ব্যাংকগুলোর ঋণের পরিমাণ কিছুটা কমেছে৷ এর বেশ কয়েকটি অর্থ হতে পারে বলে জানান বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/1AmS5
ছবি: DW/C. Nasman

তাঁরা বলছেন, হয় ব্যাংকগুলো অনিশ্চয়তার আশঙ্কায় নিজে থেকেই ঋণ দিচ্ছে না, কিংবা কোম্পানিগুলোর কাছে আগে থেকেই পর্যাপ্ত অর্থ থাকায় তাদের ঋণের প্রয়োজন নেই৷

এদিকে, বৃহস্পতিবার ইসিবির পলিসি বৈঠক অনুষ্ঠিত হবে৷ তবে সেখানে উল্লেখ করার মতো কোনো বড় সিদ্ধান্ত আসবে না বলেই মনে করা হচ্ছে৷ বিশ্লেষকরা বলছেন, গত নভেম্বরে ইসিবি হঠাৎ করেই ইন্টারেস্ট রেট কমানোর যে সিদ্ধান্ত নিয়েছিল এবার সেটা হওয়ার সম্ভাবনা কম৷ ইসিবি প্রেসিডেন্ট মারিও দ্রাগি বাজারকে মূলত এমন একটা ধারণা দেয়ার চেষ্টা করবেন যে, ভবিষ্যতের কোনো সমস্যার সমাধান করতে ইসিবি সবসময় প্রস্তুত রয়েছে৷

পিএমআই বেড়েছে

সপ্তাহের শুরুতে একটা ভালো খবর পায় ইউরোপের পুঁজিবাজার৷ সেটা পিএমআই অর্থাৎ ‘পারচেজিং ম্যানেজারস ইনডেক্স' সংক্রান্ত৷ একটি সংস্থা জানায় যে, নভেম্বরের চেয়ে ডিসেম্বরে পিএমআই বেড়েছে৷ এর মানে হচ্ছে, ইউরোপের বিভিন্ন কোম্পানি কাঁচামাল সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনতে বেশি টাকা খরচ করেছে – যেটা কোম্পানিগুলোর ভালো আর্থিক ভিতের একটা প্রমাণ৷ বিশ্লেষকরা বলছেন, বেশি পিএমআই মানে, ইউরোজোনের অর্থনীতি ধীরে হলেও সংকট কাটিয়ে উঠছে৷

Finnland Wirtschaft Handy Gebäude von Nokia in Espoo
ব্যাংকগুলো অনিশ্চয়তার আশঙ্কায় নিজে থেকেই ঋণ দিচ্ছে নাছবি: picture-alliance/AP

নতুন সদস্য লাটভিয়া

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দেশটি নতুন বছরের প্রথম দিন থেকে ইউরোজোনের ১৮তম সদস্য হিসেবে যাত্রা শুরু করেছে, যদিও দেশটির মাত্র ২৫ শতাংশ নাগরিক ইউরো নিয়ে উৎসাহী ছিলেন৷ অর্ধেক লাটভিয়ান মনে করেন, ইউরোজোন নিজেই একটা সংকটের মধ্যে আছে৷ সমস্যা সমাধানে সেখানকার পাঁচটি সদস্য রাষ্ট্রকে বেইলআউট সুবিধা দিতে হয়েছে৷ মূলত প্রধানমন্ত্রীর আগ্রহেই ইউরোজোনে প্রবেশ করেছে লাটভিয়া৷ তিনি এটাকে একটা ‘বড় সুযোগ' হিসেবে দেখছেন৷ সাম্প্রতিক বৈশ্বিক আর্থিক মন্দার প্রভাব বেশ ভালোভাবেই পড়েছিল লাটভিয়ার উপর৷ তবে বর্তমান প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সেই অবস্থা কাটিয়ে উঠে বর্তমানে ভালো অবস্থানেই আছে দেশটি৷

জেডএইচ/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য