1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক

১৮ অক্টোবর ২০১৯

শুক্রবার রাত থেকে ইইউর রপ্তানিকৃত ৭৫০ কোটি ডলারের পণ্যের উপর বাড়তি শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র৷ এর ফলে চিজ, মদ, জলপাই থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন পণ্যের দাম বাড়বে দেশটিতে৷

https://p.dw.com/p/3RVEK
ছবি: Fotolia/Nick Freund

ইউরোপের বিভিন্ন পণ্যের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে৷ শুক্রবার মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ এর আগে গেল সোমবার ওয়াশিংটনকে এই পদক্ষেপ নেয়ার অনুমোদন দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা৷ 

উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এয়ারবাসকে অন্যায্য ভর্তুকি দিয়ে আসায় দীর্ঘ পনের বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিল মার্কিনিরা৷ চলতি মাসের প্রথম সপ্তাহে এ বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা তাদের সিদ্ধান্ত দিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষে৷ ইউরোপের সাড়ে সাতশো কোটি ডলারের পণ্যের উপর শুল্ক আরোপের সুযোগ দেয়া হয় যুক্তরাষ্ট্রকে৷ ১৮ অক্টোবর থেকে তা কার্যকর করা হবে বলে তখনই বিবৃতিতে জানিয়েছিল ইউএস ট্রেড রিপ্রেসেন্টেটিভের দপ্তর৷   

পরিকল্পনা অনুযায়ী এয়ারবাসের উড়োজাহাজ আমদানিতে ১০ ভাগ, ফরাসি মদ, ইতালির চিজ ও স্কটিশ হুইস্কিসহ বিভিন্ন কৃষিপণ্যে ২৫ ভাগ শুল্ক বসবে৷

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে স্বভাবতই ভালভাবে নিচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন৷ ফরাসী অর্থমন্ত্রী ব্রুনো ল্য ম্যার বৃহস্পতিবার বলেছেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সুদূরপ্রসারী প্রভাব পড়বে৷ যুক্তরাষ্ট্রের এই ‘অবরোধের’ প্রতিশোধ হিসেবে ইউরোপীয়রা কয়েক মাসের মধ্যেই এর চেয়েও কঠোর পদক্ষেপ নিবে বলে জানান তিনি৷ তবে এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনেই করা হবে বলে আভাস দেন মায়ার৷

বিশ্ব বাণিজ্য সংস্থা যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের দেয়া সিদ্ধান্তে বলেছে, এয়ারবাসকে অবৈধভাবে কয়েকশো কোটি ডলারের ভর্তুকি দেয়া হয়েছে৷ যার কারণে তারা প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ নির্মাতা যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের বিপরীতে অন্যায্য সুবিধা ভোগ করেছে৷ এয়ারবাসের নির্মাতা দেশগুলোর মধ্যে আছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং স্পেন৷ তাদের উপর অন্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় তাই বাড়তি শুল্ক আরোপ করা হবে৷

এর ফলে স্কচ হুইস্কি, পারমেজান চিজের মতো ইউরোপের বিভিন্ন অঞ্চলের বিশেষ পরিচিত পণ্যগুলোই বেশি ক্ষতিগ্রস্থ হবে৷ যুক্তরাষ্ট্রের বাজারে একই ধরণের পণ্যের সাথে তাদেরকে এখন বাড়তি প্রতিযোগিতায় পড়তে হবে৷  তবে যন্ত্রপাতিসহ যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ পণ্যগুলোকে শুল্ক আরোপের তালিকার বাইরে রেখেছে ওয়াশিংটন৷

এফএস/কেএম (এএফপি, এপি, রয়টার্স)

গত বছর মার্চের ছবিঘরটি দেখুন...