1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে পুরানো ভবনের ইনসুলেশনের উদ্যোগ

৩০ অক্টোবর ২০১৮

চরম শীতে অথবা গ্রীষ্মে পুরানো ভবনে তাপ নিয়ন্ত্রণ এক বড় সমস্যা৷ ইউরোপের ঐতিহাসিক ভবনগুলিতে ইনসুলেশন সম্ভব করতে গবেষকরা কার্যকর উপকরণ সৃষ্টি করেছেন৷ এই প্রযুক্তি সামর্থ্যের মধ্যে চলে আসবে বলে তাঁদের আশা৷

https://p.dw.com/p/37L10
Deutschland Berlin Styropor am Bau zur Wärmeisolierung
ছবি: Getty Images/S. Gallup

প্রাচীন ও ঐতিহাসিক ভবনগুলির সংস্কারের ক্ষেত্রে ‘ইনসুলেশন' বা তাপ নিরোধক আবরণ যোগ করার সবচেয়ে ভালো উপায় কী? মিলান শহরের এক বিশেষজ্ঞ দল এর সবচেয়ে কার্যকর পথ খুঁজছেন৷

ইউরোপের প্রায় অর্ধেক ভবন ১৯৭৫ সালের আগে তৈরি৷ দেখতে সুন্দর হলেও সেগুলির মধ্যে বড় এক দুর্বলতা লুকিয়ে রয়েছে৷ স্থাপত্য বিষয়ক ইঞ্জিনিয়ার এমিলিও পিৎসি বলেন, ‘‘এসব ভবন এমন এক সময়ে নির্মাণ করা হয়েছিল, যখন দক্ষতা, জ্বালানি বা সম্পদের ব্যবহার, নির্গমন নিয়ে কেউ বেশি মাথা ঘামাতো না৷ তাই ইউরোপের স্থাপত্য সম্পদগুলির মধ্যে রূপান্তর ঘটিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি৷''

এক ইউরোপীয় গবেষণা প্রকল্পের আওতায় বিজ্ঞানীরা পুরানো ভবনগুলির জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ইনসুলেশনের জন্য বিশেষ ধরনের উপকরণ তৈরি করেছেন৷ পদার্থবিদ কারিম গাজি ওয়াকিলি এ বিষয়ে বলেন, ‘‘তিনটি স্তরের পলিয়েস্টার ফাইবার দিয়ে এই উপকরণ তৈরি করা হয়েছে, যা সবচেয়ে উচ্চ মানের ইনসুলেশন সম্ভব করবে৷ এটা পরের উপকরণ৷ এতে মাত্র একটি স্তরের পলিয়েস্টার ফাইবার রয়েছে৷ উভয় দিকে দুটি কাপড় রয়েছে৷ এবার তৃতীয় উপকরণের দিকে তাকানো যাক৷ এটাই সবচেয়ে সস্তার, পার্লাইট দিয়ে তৈরি৷ তার থার্মাল কনডাক্টিভিটি বেশি হওয়ায় সেটি একটু মোটা৷''

ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে বাড়ি নির্মাণ

ইটালির মিলান বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে গবেষকরা এই উপকরণ পরীক্ষা করেছেন৷ ১৯৬৫ সালে তৈরি ভবনটির ভিতরের দেওয়ালে তিন রকম ইনসুলেশন উপকরণের নমুনা বসানো হয়েছে৷ সেন্সরের মাধ্যমে তার প্রভাবের উপরেও নজর রাখা হচ্ছে৷ নির্মাণ সংক্রান্ত ইঞ্জিনিয়ার গাব্রিয়েলে মাসেরা-র মতে, ‘‘সেন্সর ভবনের বাইরে তিনটি জায়গায় তাপমাত্রা, আর্দ্রতা ও তাপপ্রবাহ মেপে চলেছে৷ তাই বাইরে দেওয়ালে, দেওয়ালের মধ্যে এবং ভিতরের দেওয়ালে সেন্সর লাগানো হয়েছে৷ বাইরের সেন্সর বিকিরণ ও বাতাসের গতিও পরিমাপ করে৷ ভবনের বিভিন্ন উপকরণ থেকে ঠিক কতটা উত্তাপ লিক করছে, এভাবে আমরা তা দেখতে পাচ্ছি৷ এই সব তথ্যের ভিত্তিতে গণিতভিত্তিক এক মডেল তৈরি করে আমরা প্রত্যেকটি উপকরণের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব বুঝতে পারি৷''

একটি কোম্পানি ভবনের বাইরের দেওয়ালে ইনসুলেশন সম্ভব করতে এমন সরঞ্জাম তৈরি করছে, যা ঘটনাস্থলে চটজলদি বসানো সম্ভব৷ ইউরোপীয় প্রকল্পের কিছু উপকরণওতার মধ্যে আছে৷ পরিস্থিতি অনুযায়ী তাতে রদবদলও ঘটানো যায়৷ কোম্পানির কর্ণধারদের ধারণা, এমন কিটের মূল্য সামর্থ্যের মধ্যে রাখলে বাজারে এর যথেষ্ট চাহিদা থাকবে৷ মানিয়েটি বিল্ডিং কোম্পানির মার্কো প্রেডা বলেন, ‘‘সাম্প্রতিক বছরগুলির তথ্য অনুযায়ী, পুরানো ভবনের ইনসুলেশনের বাজার বেড়েই চলেছে৷ তাই আমরা নতুন ইনসুলেশন উপকরণের চাহিদা সম্পর্কে অত্যন্ত আশাবাদী৷''

আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে নতুন এই ইনসুলেশন উপকরণ সামর্থ্যের মধ্যে চলে আসবে বলে গবেষকরা আশা করছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য