1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনে সন্তুষ্ট পুঁজিবাজার

২৮ মে ২০১৪

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে চরমপন্থিদের সাফল্য সত্ত্বেও ইউরোপপন্থি দলগুলির আধিপত্য বজায় থাকছে৷ ইউক্রেনেও আপাতত সংঘাতের আশঙ্কা কম৷ এই দুই ঘটনায় পুঁজিবাজার চাঙ্গা হয়ে উঠেছে ইউরোপে৷

https://p.dw.com/p/1C7dm
ছবি: picture-alliance/dpa

ইউক্রেন ও ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে ইউরোপের পুঁজিবাজার বেশ সন্তুষ্ট৷ ইউক্রেনের পরবর্তী প্রেসিডেন্ট একই সঙ্গে ইউরোপপন্থি এবং পুটিনের সঙ্গেও তিনি ভাল সম্পর্ক গড়ে তোলায় আগ্রহী৷ অন্যদিকে ইউরোপীয় পার্লামেন্টে দক্ষিণপন্থি, পপুলিস্ট ও ইউরোপ-বিরোধীদের সাফল্য সত্ত্বেও এখনো ইউরোপপন্থি দলগুলিরই সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকছে৷ ফলে প্রয়োজনীয় সংস্কারের কাজগুলি গতি পাবে বলে আশা করা হচ্ছে৷ এই অবস্থায় ইউরোপ-জুড়ে পুঁজিবাজার সোমবার বেশ চাঙ্গা হয়ে উঠেছিল৷ তবে ব্রিটেন, ফ্রান্স ও ডেনমার্কের মতো দেশে ইউরোপ-বিরোধীদের বিপুল সাফল্য সে সব দেশের সরকারের অবস্থান দুর্বল করে তুলেছে৷

নির্বাচনে পপুলিস্ট ও ইউরোপ-বিরোধীদের সাফল্য ভোটারদের প্রতিবাদী মনোভাব স্পষ্ট করে দিচ্ছে৷ ফলে প্রতিষ্ঠিত মূল-স্রোতের রাজনৈতিক দলগুলির দুর্বলতা স্পষ্ট হয়ে উঠছে৷ সংকটের সময় সংস্কার, ব্যয়-সংকোচের মতো নীতি দায়িত্বশীলতার পরিচয় হলেও চরম বেকারত্ব ও দু্র্বল অর্থনীতির ফলে সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ সেই ক্ষোভই ব্যালট বাক্সে দেখা গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন৷ ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান তরান্বিত করতে জাতীয় ও ইউরোপীয় পর্যায়ে নেতারা এবার সুস্পষ্ট পদক্ষেপ নিতে বাধ্য হবেন৷ হাতেনাতে তার ফল দেখা গেলে সাধারণ মানুষের ক্ষোভও কেটে যাবে৷ অর্থনীতি চাঙ্গা হলে পুঁজিবাজারও সন্তুষ্ট হবে৷ তবে এর অর্থ এই নয় যে, অতীতের লাগামহীন সরকারি ব্যয়ের দিন ফিরে আসছে৷ বাজেট ঘাটতি সামলেই অর্থনীতিকে চাঙ্গা করার ব্যবস্থা নিতে হবে৷ ইউরোপীয় পার্লামেন্টের পর ইউরোপীয় কমিশনের পুনর্বিন্যাস হবে৷ সে ক্ষেত্রেও পরিবর্তনের হাওয়া দেখা যাবে বলে আশা করা হচ্ছে৷

সংস্কার চালিয়েও জনপ্রিয়তা বজায় রাখতে পেরেছেন ইটালির প্রধানমন্ত্রী মাটেও রেনসি, কারণ তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন৷ ইউরোপীয় নির্বাচনেও ভোটাররা তাঁর দলের প্রতি সমর্থন দেখিয়েছেন৷ ফলে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ছাড়া তিনিই ইউরোপের হাতে গোনা ক্ষমতাসীন নেতাদের অন্যতম, যিনি ভোটারদের সমর্থন পেলেন৷ বাকি সংকটগ্রস্ত দেশগুলিও এই দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে৷ আয়ারল্যান্ড ও পর্তুগালের সরকার সাফল্য দেখিয়েছে৷ এবার গ্রিস ও স্পেনেও উন্নতির প্রত্যাশা বাড়ছে৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স, এপি, এএফপি)

EU-Parlament Abstimmung über Banken Konten und Alternativkraftstoffe Symbolbild
আয়ারল্যান্ড ও পর্তুগালের সরকার সাফল্য দেখিয়েছে, এবার গ্রিস ও স্পেনেও উন্নতির প্রত্যাশা বাড়ছেছবি: picture-alliance/dpa
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য