1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশফ্রান্স

ইউরোপে উষ্ণতম অক্টোবর

৯ নভেম্বর ২০২২

যবে থেকে তাপমাত্রার রেকর্ড রাখা হচ্ছে, তবে থেকে ইউরোপ এত উষ্ণ অক্টোবর কখনো দেখেনি।

https://p.dw.com/p/4JEmO
ইউরোপে এবার অক্টোবর ছিল উষ্ণতম। তাই নদীর ধারে বেশি সময় কাটিয়েছেন মানুষ।
জার্মানিতে অক্টোবরে উষ্ণতার হাত থেকে বাঁচতে অনেকে এভাবে নদীর ধারে সময় কাটিয়েছেন।ছবি: Joachim Hahne/picture alliance

ইইউ-র কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস(সিথ্রিএস) জানিয়েছে, ১৯৯১ থেকে ২০২০-র গড় তাপমাত্রার থেকে এই বছর অক্টোবরের তাপমাত্রা ছিল প্রায় দুই ডিগ্রি বেশি।

সিথ্রিএসের ডেপুটি ডিরেক্টর সামান্থা বুর্গেস বলেছেন, ''জলবায়ু পরিবর্তনের ফল এখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এখন দরকার কপ২৭-এ উচ্চাকাঙ্খী অ্যাকশন প্ল্যান নেয়া। প্যারিস চুক্তি অনুযায়ী, তাপমাত্রা দেড় ডিগ্রির বেশি যাতে না বাড়ে তার জন্য ব্যবস্থা নেবে সব দেশ।'' এবার জাতিসংঘের পরিবেশ বিষয়ে আলোচনা হচ্ছে মিশরে।

সিথ্রিএসের বক্তব্য, তাপপ্রবাহ চলার ফলে পশ্চিম ইউরোপের প্রতিদিনের তাপমাত্রা রেকর্ড বাড়ে। অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্সে উষ্ণতম অক্টোবর ছিল। গত মাসে ইটালি ও স্পেনেও গরম তার আগের সব রেকর্ড ভেঙে দেয়।

আবার অস্ট্রেলিয়া ও পূর্ব রাশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু অংশে ঠান্ডা বেশি পড়েছে।

মিশরে আলোচনা

জাতিসংঘের কপ২৭ পরিবেশ সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতারা এখন মিশরে যেতে শুরু করেছেন। প্রতিটি দেশের উপর এখন প্রবল চাপ রয়েছে। বিশ্ব উষ্ণায়ন যাতে দেড় ডিগ্রির বেশি না বাড়ে, তার জন্য তাদের ব্যবস্থা নিতে হবে। উনিশ শতকের তুলনায় বিশ্বের তাপমাত্রা এখন এক দশমিক এক ডিগ্রি বেড়েছে। গত ৩০ বছরে পরিস্থিতি খুবই খারাপ হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের ফলে তাপপ্রবাহ হবে, গ্লেসিয়ার গলবে, সমুদ্র আরো উপরে চলে আসবে, ভয়ংকর বৃষ্টির কবলে পড়বে দেশগুলি।

কপ২৭ সম্মেলনে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস বলেছেন, ''যদি এখন উষ্ণায়নের বিরুদ্ধে ঠিকভাবে লড়াই না করা হয়, তাহলে সেটা হবে গণ-আত্মহত্যার সামিল। একটাই বিকল্প আছে, হয় সহযোগিতা করো, নাহলে মরো।''

জিএইচ/এসজি (এএফপি, ডিপিএ)