1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় মহাকাশ সংস্থার নতুন নভোচারী দল

২১ মে ২০০৯

ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ ছয় নতুন নভোচারীর যে তালিকা প্রকাশ করল বুধবার, তাতে স্থান পেয়েছেন একজন মহিলা৷ তিনি ইটালির সামানথা ক্রিস্টোফোরেটি৷ আছেন জার্মানির আলেকজান্ডার গ্যার্স্ট৷

https://p.dw.com/p/HuY4
ছবি: ESA/D.UCROS

দীর্ঘ এক বছর ধরে নানা রকমের পরীক্ষা নিরীক্ষার পর ৮৪০০ জনেরও বেশি প্রার্থীর মধ্য থেকে নির্বাচন করা হয়েছে ছয় নতুন নভোচরীকে৷ পাঁচ পুরুষ নভোচারীর মধ্যেও একজন ইটালির৷ নাম লুকা পারমিটানো৷ আছেন ব্রিটেনের টিমোথি পিক, ডেনমার্কের আন্দ্রেয়াস মগেনসেন আর ফ্রান্সের থমাস পেসকেট৷

Astronaut Alexander Gerst
জার্মান নভোচারী আলেকজান্ডার গ্যার্স্ট-এর জন্ম বাদেন ভ্যুরটেমবার্গ রাজ্যেছবি: picture-alliance/ dpa

ইএসএ-র হিউম্যান স্পেসফ্লাইট বিভাগের পরিচালক সিমোনেটা দি পিপো প্যারিসে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এই নির্বাচনের মধ্য দিয়ে যে-ফল আমরা পেলাম তাতে আমি গর্বিত৷ আমাদের সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে এই ফল৷ আমরা যে শুধু অত্যন্ত যোগ্য মহাকাশচারীদের একটি দলকে পেলাম তাই নয়, যে-সব ইউরোপীয় দেশ মহাকাশে মানুষ প্রেরণ ও মহাকাশ অনুসন্ধান কার্যক্রমে জোর সাহায্য সহযোগিতা দিচ্ছে, তাদেরও প্রতিনিধিত্ব পাওয়া গেছে'৷

পরিচালক সিমোনেটা আরো বলেন, নির্বাচিত নভোচারীরাই হলেন ইউরোপীয় মহাকাশ গবেষকদের আগামী প্রজন্ম৷ তাঁদের সামনে রয়েছে দারুণ এক নভোচারী জীবন৷ কোন একদিন বিশ্বব্যাপী গবেষণা উদ্যোগের অংশ হিসেবে তাঁরা চাঁদে গিয়ে পৌঁছবেন এবং ফিরে আসবেন আবার ধরিত্রীর বুকে৷

ইএসএ-র মহাপরিচালক জঁ জাক দোরদাঁ বলেন, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আইএসএস-এর পর চাঁদই হবে পরবর্তী পদক্ষেপ৷ তিনি বলেন, মার্কিন মহাকাশ সংস্থা নাসা ২০২০ সালে চাঁদে নতুন এক মিশন পাঠানোর পরিকল্পনা করছে৷ সেই মিশনে ইউরোপীয় নভোচারীরা যাতে স্থান পান তার জন্য তিনি সব রকমের চেষ্টা চালাবেন, বলেন ইএসএ-র মহাপরিচালক৷

নির্বাচিত জার্মান নভোচারী ৩২ বছর বয়স্ক পদার্থ বিজ্ঞানী আলেকজান্ডার গ্যার্স্ট-এর জন্ম বাদেন ভ্যুরটেমবার্গ রাজ্যে৷ ছেলেবেলা থেকেই মহাকাশের রহস্য তাঁকে হাতছানি দিয়েছে৷ তিনি বলেছেন, ‘ আমার দাদু ছিলেন হ্যাম অপারেটর৷ আমার বয়স যখন ছয় বছর, তিনি আমার কথা পাঠিয়ে দেন মহাকাশে'৷

আলেকজান্ডার গ্যর্স্ট জার্মানির কার্লসরুহে শহর আর নিউজিল্যান্ডে পড়াশোনা করছেন৷ ২০০৫ সাল থেকে তিনি হামবুর্গে গবেষক হিসেবে কাজ করছেন৷

ইএসএ-র নির্বাচিত ছয় নভোচারী আগামী দেড় বছর ধরে প্রশিক্ষণ নেবেন৷ ২০১৩ সাল নাগাদ মহাকাশে পাড়ি দেয়ার যোগ্যতা অর্জন করবেন তাঁরা৷

প্রতিবেদক: আব্দুল্লাহ আল-ফারূক, সম্পাদনা: আবদুস সাত্তার