1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অভিবাসনইউক্রেন

ইউরোপীয় ইউনিয়নে ৫০ লাখ ইউক্রেনীয় শরণার্থীর আশঙ্কা

৭ মার্চ ২০২২

রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা অব্যাহত রাখলে ৫০ লাখ ইউক্রেনীয় দেশ ছাড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছে ইউরোপীয় ইউনিয়ন৷ এমন তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক জ্যেষ্ঠ প্রতিনিধি জোসেপ বরেল৷

https://p.dw.com/p/487Sz
পোল্যান্ডে মেডিকা সীমান্তে ইউক্রেন থেকে আসা এক শরণার্থী
পোল্যান্ডে মেডিকা সীমান্তে ইউক্রেন থেকে আসা এক শরণার্থীছবি: Markus Schreiber/AP/picture alliance

রুশ সামরিক বাহিনীর হামলার পর থেকে ইউক্রেনের বিভিন্ন শহরের মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে সীমান্ত পাড়ি দিচ্ছেন৷ বড় একটি অংশই আশ্রয় নিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি প্রতিবেশী দেশে৷ এরইমধ্যে দেশ ত্যাগ করা ইউক্রেনীয়দের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়ে গেছে৷ সামনের দিনে এই সংখ্যা ৫০ লাখে পৌঁছাতে পারে বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন৷

Infografik Flüchtlingsbewegungen Ukraine BN

জোটের শীর্ষ কূটনীতিক জোসেপ বরেল সোমবার বলেছেন, ‘‘৫০ লাখ শরণার্থীকে গ্রহণ করার জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে৷ আমরা ইইউ-র সমস্ত সম্পদ ব্যবহার করে শরণার্থী গ্রহণকারী দেশগুলোকে সহায়তা দিতে হবে৷...আমাদের আরো বিদ্যালয়, আরো আশ্রয় কেন্দ্র ও সবকিছুই আরো প্রয়োজন হবে৷’’

এদিকে সোমবার পোল্যান্ড জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারির পরে ইউক্রেন থেকে ১০ লাখ শরণার্থী দেশটির সীমান্ত অতিক্রম করেছেন৷ শুধু সোমবার সকালেই এসেছেন ৪২ হাজার৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান