‘ইউরো সংকট নিয়ে নানা প্রশ্ন’ | পাঠক ভাবনা | DW | 24.06.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ইউরো সংকট নিয়ে নানা প্রশ্ন’

বন শহরে আয়োজিত গ্লোবাল মিডিয়া ফোরামের ইউরো এলাকাভূক্ত দেশগুলোর আর্থিক সংকট ও এই সংকটের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোকপাত ‘ইউরো সংকট নিয়ে নানা প্রশ্ন’ প্রতিবেদনটি ভালো লাগলো৷

ইতিহাসের পাতা থেকে তুলে আনা সাবেক চেকোস্লোভাকিয়ার কুখ্যাত নাৎসি বন্দিশিবির নিয়ে ‘সংগীতই ছিল বন্দিশিবিরের শিল্পীদের প্রতিরোধ' প্রতিবেদনটি থেকে অনেক নতুন তথ্য জানলাম৷

ভালো লাগলো জার্মানদের কফি পানের কথা ও কফি প্রীতি নিয়ে ৯টি ছবি দিয়ে সাজানো ‘কফি পানে জার্মনরা এগিয়ে' শীর্ষক ছবিঘরটিও৷

বিয়ারের প্রতি জার্মাদের আকর্ষণের কথা আগেই জানা ছিল৷ তবে ‘কোন পানীয় পান করতে ভালোবাসেন জার্মানরা' প্রতিবেদন থেকে বিয়ারে প্রতি জনপ্রিয়তা, পানীয় ওয়াইন, চা, কফি পান নিয়ে অনেক কথা জানতে পেরে ভালো লাগলো৷

বেশ কিছুদিন আগে জার্মানিতে চকলেট মিউজিয়াম নিয়ে একটি ছবিঘর দেখে বেশ অবাক হয়েছিলাম যে চকলেটেরও মিউজিয়াম হয়৷ তার চেয়েও অবাক হলাম জেনে যে জার্মানিতে একটি স্যুপ মিউজিয়ামও আছে৷ এভাবেই মতামত জানিয়েছেন নতুন দিল্লি থেকে নিয়মিত পাঠক বন্ধু সুভাষ চক্রবর্তী৷

‘উত্তরাখন্ডের বিপর্যয়ের জন্য মানুষ দায়ী' প্রতিবেদনটি পড়লাম এবং ছবিগুলো দেখলাম৷ বিস্তারিত জানানোর জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ লিখেছেন বিধান চন্দ্র টিকদার ঢাকা থেকে৷

- অনেক ধন্যবাদ দু'জনকে৷ আপনাদের কোনো প্রস্তাব থাকলেও জানাবেন কিন্তু!

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন