1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো কাপে জার্মানিকে হারাল অনবদ্য ফ্রান্স

১৬ জুন ২০২১

হেরে গেল জার্মানি। জিতল ফ্রান্স। ইউরো কাপে। জার্মানি অবশ্য বলদখলের লড়াইয়ে অনেক এগিয়ে ছিল।

https://p.dw.com/p/3v0FK
ফ্রান্সের তারকা ফুটবলার এমবাপে। ছবি: Matthias Schrader/AFP/Getty Images

সামনে তিন ফরোয়ার্ড রেখে দল সাজিয়েছিলেন ফ্রান্সের কোচ দেশঁ। এমবাপের সঙ্গে গ্রিজম্যান ও বেঞ্জেমা। ফুটবলের পরিচিত ৪-৩-৩ ছক। কিন্তু সেই ছক তো খাতায় কলমে। আসলে পুরো দলটাই উঠে-নেমে খেলল। জার্মানির আক্রমণ সামলাতে ফরোয়ার্ডরা নীচে নেমে এলেন। আবার আক্রমণের সময় ডিফেন্ডাররা উপরে উঠলেন অনায়াসে।

জার্মানির ছক ছিল ৩-৪-২-১। সামনে এক ফরোয়ার্ড রেখে কিছুটা রক্ষণাত্মক ছক।

ম্যাচের একমাত্র গোলের ক্ষেত্রে পোগবার কাছ থেকে বল পেয়ে লুকাস হার্নান্দেস জার্মানির পেনাল্টি বক্সে বল ফেলেন। সেই বল নিজের গোলেই ঢুকিয়ে দেন ম্যাটস হুমেলস। আড়াই বছর পর তিনি জাতীয় দলে ফিরেছেন। এরপর জার্মানি অনেক সুযোগ পেয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি।

সিআর সেভেনের দুই গোল

হাঙ্গেরিকে তিন গোলে হারাল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দিলেন দুইটি গোল। এবারও ইউরোর অন্যতম আকর্ষণ ৩৬ বছরের সিআর সেভেন। আর এই গ্রুপেই আছে জার্মানি ও ফ্রান্স। ফলে পর্তুগালকে জিততে হলে রোনাল্ডোকে জ্বলে উঠতে হবে। হাঙ্গেরির সঙ্গে ম্যাচে দুই গোল দিয়ে তিনি জানান দিলেন ভাল ফর্মে আছেন। আর তার ফিটনেস নিয়েও কোনো কথা হবে না।

পর্তুগালের তিনটি গোলই ম্যাচের শেষদিকে। রোনাল্ডোর দুইটি গোলের মধ্যে একটি পেনাল্টি থেকে। অন্যটি অনবদ্য গোল। গোলকিপারকে কাটিয়ে।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স, ডিপিএ)