1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনে সামরিক সহায়তা দ্বিগুণ করছে ইইউ

১১ মার্চ ২০২২

ইউক্রেনে আরো ৫০ কোটি ইউরোর সামরিক সহায়তা পাঠাতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷ একইসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে চতুর্থ দফায় আরো নিষেধাজ্ঞা আরোপ করবে তারা৷ ফ্রান্সের ভার্সাইতে ইইউ নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে৷

https://p.dw.com/p/48NND
ইউক্রেনে আরো ৫০ কোটি ইউরোর সামরিক সহায়তা পাঠাতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷ একইসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে চতুর্থ দফায় আরো নিষেধাজ্ঞা আরোপ করবে তারা৷ ফ্রান্সের ভার্সাইতে ইইউ নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে৷
ছবি: IAN LANGSDON/AFP/Getty Images

ফ্রান্সের ভার্সাই প্রাসাদে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলন শেষ হয়েছে৷ দুইদিনের বৈঠকে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে ছিল ইউক্রেন ইস্যু৷ বৈঠকে ইউক্রেনের সদস্যপদের আবেদন নিয়েও কথা বলেন নেতারা৷ এ নিয়ে মতভেদ ছিল তাদের মধ্যে৷ অনেকের মতে, ইউক্রেন যেভাবে জরুরিভাবে ইউরোপের সদস্য হতে চাইছে তেমন সংক্ষিপ্ত কোনো পথ নেই৷ তবে রাশিয়ার হামলা প্রতিহত করতে দেশটিকে আরো সামরিক সহায়তা দেয়ার বিষয়ে একমত হয়েছেন সবাই৷

ইউরোপীয় কাউন্সিলের প্রধান শার্ল মিশেল বৈঠকের শেষে বলেন, ইউক্রেনে নতুন করে আরো ৫০ কোটি ইউরোর সামরিক সহায়তা পাঠাবেন তারা৷ এর আগেও ৫০ কোটি ইউরোর সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দেয়া হয়েছিল জোটের পক্ষ থেকে৷ 

অন্যদিকে ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, রাশিয়া ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের উপর দ্রুতই চতূর্থ দফার নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে৷ 

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলা জোরদার

রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বিমানঘাঁটিতে হামলা শুরু করেছে৷ রাশিয়ার প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ইগর কনাশেনকভ জানিয়েছেন,  লুৎস্ক ও ইভানো ফ্রাঙ্কিভস্ক বিমানঘাঁটি অকার্যকর করতে মস্কো দূরপাল্লার ক্ষেপনাস্ত্র ব্যবহার করেছে৷

আকাশপথে রাশিয়া প্রথমবারের মতো পূর্বাঞ্চলীয় দিনিপ্র শহরেও হামলা শুরু করেছে৷ দিনিপ্র দেশটির অন্যতম প্রধান বাণিজ্যিক ও চতূর্থ বৃহৎ শহর৷ সেই সঙ্গে চারপাশ থেকে কিয়েভকে ঘিরে এগোতে শুরু করেছে রুশ সেনাবাহিনী৷ তবে কিছুক্ষেত্রে ইউক্রেনের ট্যাংক-বিধ্বংসী অস্ত্রের বাধার মুখেও পড়ছে তারা৷ নতুন স্যাটেলাইট ছবিতে ইউক্রেনের রাজধানীর বাইরে রুশ বাহিনীর বিপুল গাড়ি বহর দেখা গেছে৷

এফএস/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান