1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেন যুদ্ধ নিয়ে বাইডেনের জরুরি আলোচনা

১৯ এপ্রিল ২০২২

মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি আলোচনায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন৷ আলোচনার বিষয় ইউক্রেন যু্দ্ধ, যুদ্ধের বর্তমান পরিস্থিতি এবং রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনার কৌশল৷

https://p.dw.com/p/4A60e
USA Washington | Joe Biden Administration geht gegen sogenannte "Ghost Guns" vor
ছবি: Carolyn Kaster/AP/picture alliance

দেড় মাসেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন যুদ্ধ৷ প্রাণের অপচয়, সম্পদ ধ্বংস হচ্ছে প্রতিদিন৷ যুদ্ধের প্রভাব পড়ছে সারা বিশ্বে৷ অথচ খুব তাড়াতাড়ি যুদ্ধ থামবে- এমন কোনো লক্ষণ নেই৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন তার অবস্থানে অনড়৷ তাই ইউক্রেনে রুশ হামলার তীব্রতা বাড়ছে প্রতিদিন৷ এই পরিস্থিতেই ইউক্রেনের পাশে দাঁড়ানো দেশগুলোর সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলার পরিকল্পনা করেছেন বাইডেন৷আলোচনায় কারা কারা অংশ নেবেন সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি৷ সোমবার হোয়াইট হাউস কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানা গেছে জরুরি এ ভার্চুয়াল বৈঠকের কথা৷ সেখানে শুধু বলা হয়েছে, ‘‘ইউক্রেনের প্রতি চলমান সমর্থন এবং রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টার অংশ হিসেবে প্রেসিডেন্ট সকল মিত্র এবং অংশীদারদের সঙ্গে এক নিরাপদ ভিডিও আলোচনায় অংশ নেবেন৷''

এসিবি/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য