1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আহমেদাবাদে সন্ত্রাসী হামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড

১৮ ফেব্রুয়ারি ২০২২

আহমেদাবাদে ২০০৮ সালের ভয়াবহ বোমা হামলার ঘটনায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত৷ পাশাপাশি ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডও দিয়েছেন বিচারক৷

https://p.dw.com/p/47E2Z
২০০৮ সালের ২৬ জুলাই আহমেদাবাদের বিভিন্ন স্থানে একের পর এক প্রায় ২০টি বোমা হামলা হয়েছিলছবি: Sajjad Hussain/AFP/Getty Images

গুজরাটের বিশেষ আদালতের বিচারক এ আর প্যাটেল শুক্রবার এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন পাবলিক প্রসেকিউটর অমিত পাতিল৷ ভারতে শুধু একটি মামলায় একসঙ্গে এতজনের মৃত্যুদণ্ডের রায় এবারই প্রথম৷ তবে আসামিরা এই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আবেদন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি ক্ষমা প্রার্থনার সুযোগ পাবেন৷ 

২০০৮ সালের ২৬ জুলাই ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিভিন্ন স্থানে একের পর এক প্রায় ২০টি বোমা হামলার ঘটনা ঘটে৷ মোট ৭০ মিনিটের ঘটনায় প্রথম দফায় বাস, সাইকেল এবং গাড়িতে হামলা হয়৷ বেশিরভাগ আহতকে যে দুইটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে সেখানেও হামলা চালায় সন্ত্রাসীরা৷ এতে মোট ৫৬ জন প্রাণ হারান, আহত হন ২০০ জনের অধিক৷বিচার চলাকালে পুলিশ এই ঘটনার জন্য ইন্ডিয়ান মুজাহিদীনকে দায়ী করে৷ ২০০২ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীরা এই হামলার পরিকল্পনা করে বলে আদালতকে জানায় তারা৷ গত ৮ ফেব্রুয়ারি আদালত অভিযুক্ত ৭৭ জনের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেন৷ এরমধ্যে ৩৮ জনকে শুক্রবার মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক৷

মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ায় এক হাজার ১০০ জনের বেশি প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করা হয়৷ এই সময় অভিযুক্ত ৭৭ জনই জেলে বন্দি ছিলেন৷ তবে সিজোফ্রেনিয়া আক্রান্ত হওয়ায় একজন পরবর্তীতে জামিন পান৷

এফএস/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য