আসিয়া বিবি, ‘যেখানে থাকো, ভালো থেকো' | পাঠক ভাবনা | DW | 08.05.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আসিয়া বিবি, ‘যেখানে থাকো, ভালো থেকো'

ব্লাসফেমি আইনে দেয়া মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়া পাকিস্তানের আসিয়া বিবি ক্যানাডার উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করেছেন৷ এ সম্পর্কে পাঠকদের প্রতিক্রিয়া উঠে এসেছে ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

Blasphemie Gesetz in Pakistan FLASH Galerie

পাঠক রবিনহুড চৌধুরী লিখেছেন, ‘‘বাংলাদেশের মতো পাকিস্তানেও মত প্রকাশের স্বাধীনতা নেই৷ এসব দেশে ভিন্নমতকে দমন করা হয়৷''

 আসিয়া বিবির ক্যানাডার উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করার খবর জেনে মুহাম্মদ বিলাল হোসেন কুরেশি তাঁকে শুভ কামনা জানিয়েছেন৷ লিখেছেন, ‘‘যেখানে থাকো, ভালো থেকো, আসিয়া বিবি৷''

জসিম উদ্দিনের মতে পাকিস্তান এবং ক্যানাডা দুই দেশের দিক থেকেই এটা একটি ভালো পদক্ষেপ৷

পাঠক মতিউর রহমান মনে করেন, ‘‘আসিয়া বিবি যা চেয়েছিল তাই পেয়ে গেল৷''

সংকলন: নুরুন নাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন