1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসামের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

৭ জুলাই ২০২১

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের আসামে ৫.৩ মাত্রার ভূমিকম্পে৷ ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ঢাকা ২৪২ কিলোমিটার দূরে হলেও আবহাওয়াবিদরাও কম্পন অনুভব করেছেন৷

https://p.dw.com/p/3w8ZE
ফাইল ছবিছবি: Anuwar Hazarika/REUTERS

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩৷ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের লখীপুরের ৭ দশমিক ৮ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে৷

ভারতের মেঘালয়, পশ্চিমবঙ্গ, ভুটান থেকেও এ ভূকম্পন অনুভূত হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো৷ তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি৷

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মমিনুল ইসলাম জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ঢাকার দূরত্ব ২৪২ কিলোমিটার৷ তিনি নিজেও সে সময় কম্পন অনুভব করেছেন৷

বাংলাদেশের জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, রংপুর, বগুড়া, কুষ্টিয়া, পাবনা, সিলেটসহ উত্তর ও মধ্যাঞ্চলের অনেক জেলায় সকালে এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির পরিচালক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান, ডাউকি ফল্ট জোনের পশ্চিম প্রান্তে উৎপত্তিস্থলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩৷  তবে বাংলাদেশে ৪ থেকে ৫ মাত্রার মত ঝাঁকুনি অনুভূত হয়েছে৷

রিখটার স্কেলে ৪ থেকে ৪ দশমিক ৯৯ মাত্রাকে মৃদু ভূম্পিকম্প হিসেবে ধরা হয়৷ এছাড়া ৫ থেকে ৫ দশমিক ৯৯ মাত্রাকে ‘মাঝারি', ৬ থেকে ৬ দশমিক ৯৯ মাত্রাকে ‘শক্তিশালী', ৭ থেকে ৭ দশমিক ৯৯ মাত্রাকে ‘ভয়াবহ' এবং ‘অত্যন্ত ভয়াবহ' ভূমিকম্প বিবেচনা করা হয় যদি ভূম্পিকম্পের মাত্রা ৮ এর বেশি হয় ৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য