1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আল্লাহ, মাকে কিছু বুদ্ধি দাও’

৫ অক্টোবর ২০১৮

বন্ধুদের সাথে খেলাধুলা, বই পড়া, কিছুই আর শিশুদের ভালো লাগে না এখন৷ সে জায়গা দখল করে নিয়েছে মোবাইল ফোন৷ শিশুরাও জানে, ছলে-বলে-কৌশলে সেটা বাবা-মায়ের কাছ থেকে আদায় করার পদ্ধতি৷

https://p.dw.com/p/360w1
ছবি: picture-alliance/dpa/Imaginechina/Zhu Min

শিশুদের ওপর মোবাইল ফোনের প্রভাব কী, এ নিয়ে চলছে বিস্তর গবেষণা৷ তবে এক জায়গায় সব গবেষণাই একমত, এতে শিশুদের ছোটবেলা থেকেই প্রযুক্তির সাথে পরিচয় ঘটলেও, স্মার্টফোন বেশিরভাগ ক্ষেত্রেই কেড়ে নিচ্ছে মধুর শৈশব৷

অনেক বাবা-মা-ই এ বিষয়ে সচেতন৷ শিশু সন্তানকে মোবাইল ফোনে গেম খেলা বা ভিডিও দেখিয়ে ব্যস্ত করে রাখা নয়, তাঁরা চান, খেলাধুলা করে, বই পড়ে কল্পনার জগৎ বিস্তৃত করুক তাঁর সন্তান৷ কিন্তু প্রযুক্তির উন্নয়নের এই যুগে সেটা কি খুব সহজ?

এমনই এক শিশুর নাম আরশি৷ মা যতই তাকে না করছেন, মোবাইল ফোন দেয়া যাবে না, ততই নানা ফন্দি-ফিকিরে সেটা নিজের কব্জায় আনার চেষ্টা আরশির৷ মেয়ের এই কাকুতি মিনতি রেকর্ড করে ফেসবুকে শেয়ার করেছেন মা হোসনে আরা ফেরদৌস লোপা৷ ক্যাপশনে লিখেছেন, ‘একটুখানি ফোনের জন্য.....!!!! দুপুরবেলার বিনোদন....!!!’

ভিডিওতে দেখা যাচ্ছে, মোবাইলে ইনস্টল করা কোনো একটা অ্যাপ মা-কে দেখাতে চায় আরশি৷ কিন্তু মায়ের সাফ কথা, মোবাইল ফোন হাতে নেয়া বারণ৷ আরশির যুক্তি, ‘‘একা তো দেখবো না৷ তোমাকে নিয়েই দেখবো৷ দেখেই ডিলিট করে দেবো৷’’

এমনকি ‘‘জীবনে আর কখনো মোবাইল ফোন হাতে নোবো না, বড় হওয়ার আগে দেখবো না''– এমন প্রতিশ্রুতিও দিচ্ছে আরশি৷ কিন্তু তাতেও গলেনি মায়ের মন৷

শুধু অনুরোধে কাজ হবে না, শিশু আরশিরও তা বুঝতে সময় লাগেনি৷ এবার তাই শুরু মায়ের প্রশংসা৷ ‘ওয়ার্ল্ডের বেস্ট মা’, ‘সবচেয়ে ভালো রান্না করা মা’ এমন নানা উপাধিতে মা-কে ভূষিত করে কিছুক্ষণ চলে মন গলানোর চেষ্টা৷ কিন্তু ফল সেই শুন্যই৷

এবার রীতিমতো হাত তুলে মায়ের নামে আল্লাহর কাছে বিচার দিয়ে বসে ছোট্ট আরশি, ‘‘আল্লাহ, তুমি আমার মা-কে কিছু বুদ্ধি দাও৷’’ আরো কিছুক্ষণ কাকুতিমিনতির পর ভিডিওর একেবারে শেষের দিকে আবার আরশির চিৎকার, ‘‘আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম...’’৷

দুই সপ্তাহ আগে আপলোড করা ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে ১৪ লাখেরও বেশি বার৷ ১৯ হাজার করে লাইক ও শেয়ারের পাশাপাশি মন্তব্য করেছেন আড়াই হাজার ফেসবুক ব্যবহারকারী৷

অনেকেই মা-কে অনুরোধ করেছেন, শিশুটিকে একবারের জন্য হলেও মোবাইল ফোন দেয়ার জন্য৷ অনেকে আবার মোবাইল ফোন কিভাবে শিশুদের মানসিকতার ক্ষতি করছে, তা নিয়ে প্রকাশ করেছেন হতাশা৷

এডিকে/এসিবি