1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলোর দূষণ থেকে বাদুড় বাঁচাতে নেদারল্যান্ডসে উদ্যোগ

২৩ মার্চ ২০২১

বেড়ে চলা আলোকসজ্জার কারণে রাতের অন্ধকার আকাশ দেখা কঠিন হয়ে পড়ছে৷ মানুষসহ একাধিক প্রাণীর উপর আলো দূষণের কুপ্রভাব পড়ছে৷ অভিনব কিছু উদ্যোগের মাধ্যমে নেদারল্যান্ডস এই সমস্যা সমাধানের চেষ্টা করছে৷

https://p.dw.com/p/3qzGB
ছবি: T. Douma/blickwinkel/picture-alliance

আমস্টারডাম শহরের আলোর ছটা থেকে বহু দূরে ড. কামিল স্পোলস্ট্রা এমন এক প্রাণীর সন্ধান করছেন, যেগুলি অন্ধকারেই থাকতে ভালবাসে৷ তিনি বাদুড়ের উপর আলোর প্রভাব আরও ভালোভাবে বুঝতে চান৷ এখনো পর্যন্ত তাঁর টিম নেদারল্যান্ডসের ১৯টি বাদুড় প্রজাতি পরীক্ষা করে দেখেছে, যে আলোর সামনে প্রত্যেকটির আচরণ আলাদা৷ ড. স্পোলস্ট্রা বিষয়টি বিস্তারিতভাবে বুঝিয়ে বলেন৷ তাঁর মতে, ‘‘মূলত শিকারির ভয়ে বাদুড় আলোর মুখে তীব্র প্রতিক্রিয়া দেখায়৷ অত্যন্ত ধীরে ওড়ার সময়ে বাদুড় আলো দেখলেই ঝুঁকি এড়াতে নিজেকে লুকিয়ে ফেলে৷ কিন্তু অত্যন্ত দ্রুত ওড়ার সময় চটপটে বাদুড়ের শিকারির ভয় থাকে না৷ অর্থাৎ ধীর-স্থির প্রজাতির বাদুড়ের আবাস কেড়ে নিয়ে অন্যান্য চটপটে প্রজাতির হাতে ছেড়ে দেওয়া হচ্ছে৷ সেটা মোটেই ভালো নয়৷ এর ফলে জীববৈচিত্র্য কমে যাচ্ছে৷’’

নিশাচর প্রাণী নীল আলো সম্পর্কে অত্যন্ত স্পর্শকাতর, কারণ তারা চাঁদের আলোর ভিত্তিতে দিকনির্ণয় করে৷ নীল আলো যত উজ্জ্বল হয়, এ সব প্রাণী ততই দিশাহারা হয়ে পড়ে৷

বাদুড়ের উপর আলোর দূষণ নিয়ে গবেষণা

আলোর স্পেকট্রাম বা বর্ণালী সম্পর্কে বিভিন্ন প্রজাতির প্রতিক্রিয়া পরীক্ষা করতে গবেষকরা গোটা দেশে প্রায় ২০০ ল্যাম্পপোস্ট বসিয়েছেন, যেগুলি থেকে নানা রংয়ের ছটা বের হয়৷ ড. স্পোলস্ট্রা বলেন, ‘‘স্পেকট্রাম থেকে নীল অংশ সরিয়ে তার বদলে কিছুটা লাল যোগ করলে এমন নিশাচর প্রাণীর সমস্যা কিছুটা কমানো যায়৷ সে ক্ষেত্রে আলোর তীব্রতা কম মনে হয়৷ আমরা এমনটাই পর্যবেক্ষণ করেছি৷’’

গোটা বিশ্বজুড়ে প্রতি বছর আলোর ছটা প্রায় দুই শতাংশ হারে বেড়ে চলেছে৷ একাধিক গবেষণা অনুযায়ী কৃত্রিম আলো রাতকে আরও উজ্জ্বল করে তোলায় আলোর দূষণের কারণে প্রাকৃতিক চক্রে বিঘ্ন ঘটছে৷ এমনকি মানুষের মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে৷

আন্তর্জাতিক কালো আকাশ সংগঠন রাতে অপ্রয়োজনীয় আলোর বিচ্যুতির মাত্রা উল্লেখযোগ্য মাত্রায়  কমানোর ডাক দিয়েছে৷ গোটা পৃথিবী এত উজ্জ্বল হয়ে উঠছে যে মহাকাশ থেকেও সীমানা স্পষ্ট দেখা যাচ্ছে৷

ইউরোপে আলো দূষণ মোকাবিলার ক্ষেত্রে নেদারল্যান্ডস একেবারে প্রথম সারিতে রয়েছে৷ কয়েকটি পৌরসভা এমনকি হাইওয়ের কিছু অংশে রাতে আলো পুরোপুরি নিভিয়ে দিচ্ছে৷

মোরিস ডনার্স সিগনিফাই নামের কোম্পানির গবেষক, যেটি বাদুড়ের জন্য উপযুক্ত লাইট গড়ে তুলেছে৷ আলোকসজ্জা মানে যে চারিদিরে শুধু উজ্জ্বল বাল্ব লাগানো নয়, তিনি সেই বিষয়টি ব্যাখ্যা করলেন৷ মোরিস বলেন, ‘‘টেকসই উপায়ে আলোকসজ্জার প্রয়োজন রয়েছে৷ সেইসঙ্গে দক্ষতার সঙ্গে জ্বালানির ব্যবহার, সার্বিক সমাধানসূত্র নিয়ে ভাবতে হবে৷ শুধু মানুষ নয়, গোটা ইকোসিস্টেমের উপর এর আদর্শ প্রভাব চাই৷’’

এমন সব উদ্যোগের জের ধরে নেদারল্যান্ডসের কিছু অঞ্চল আগের তুলনায় আরও অন্ধকার হয়ে উঠেছে৷ স্যাটেলাইট থেকে তোলা ছবিতে সেই পার্থক্য চোখে পড়ছে৷ ফলে সেখানকার মানুষ ও বাদুড় পছন্দের রাতের আকাশ ফিরে পেয়েছে৷

অদিতি রাজাগোপাল/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান