1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলো মানুষের আচরণ বদলে দেয়

১৯ ডিসেম্বর ২০১৬

দিনের আলো, ঘরের মধ্যে কৃত্রিম আলো আমাদের আচরণ, আমাদের অবস্থার উপর অনেক প্রভাব ফেলে৷ আলোর হেরফেরে মন-মেজাজ, কর্মক্ষমতা বদলে যেতে পারে৷ জার্মান বিজ্ঞানীরা এ বিষয়ে মূল্যবান গবেষণা করছেন৷

https://p.dw.com/p/2UUuy
ছবি: The Grinberg Method Germany

অফিসের আলো কি আমাদের কর্মক্ষমতা বাড়িয়ে তুলতে পারে? কোলোনের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ঠিক এই বিষয়টি খতিয়ে দেখছেন৷ এক ডাক্তার ও এক ইঞ্জিনিয়ার এলইডি আলোর সম্ভাবনা নিয়ে একসঙ্গে গবেষণা করছেন৷ সেই আলো ঘনিভূত করা যায়, উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা যায়৷

মনঃসংযোগ ও সৃজনশীলতার উপর আলোর প্রভাব সম্পর্কে গবেষণার এটাই আদর্শ পরিবেশ৷ কাজের উন্নতির জন্য আলো কি চবিকাঠি হতে পারে? নিউরোলজিস্ট হিসেবে ড. ভাল্টার-উভে ভাইটব্রেশট মনে করেন, ‘‘রঙের তাপমাত্রা যে আচরণ বা বোঝার ক্ষমতার উপর আদৌ কোনো প্রভাব ফেলে, সেটা সত্যি বিস্ময়কর৷ অথচ শুরুতে সেটা জানা ছিল না৷ হয়ত মনে হয়েছিল, শুধু সূর্যের আলো ও কৃত্রিম আলোর মধ্যে পার্থক্য রয়েছে৷ কিন্তু রঙের তাপমাত্রাও বড় ভূমিকা রাখে৷''

এখানেই সেই আবিষ্কার হয়েছিল৷ এক পরীক্ষার আওতায় ৫০ জন ছাত্রছাত্রীকে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছিল৷ তার জন্য বরাদ্দ সময় ও প্রশ্নগুলি একই ছিল৷ শুধু এলইডি আলো বদলে দেওয়া হয়েছিল৷ আলোর তাপমাত্রা সযত্নে বদলে দেওয়া হয়েছিল৷ এক সেন্সরের মাধ্যমে পাল্স রেট-এর মতো শারীরিক বিষয়ের উপরও নজর রাখা হয়েছিল৷ ফলে দেখা গেল, যে ছাত্রছাত্রীরা এলইডি আলোর রংয়ের তাপমাত্রা অনুযায়ী আলাদা উত্তর দিয়েছে৷ পদার্থবিদ প্রো. হার্টমুট বেয়ারভল্ফ বলেন, ‘‘আমরা দেখলাম যে উষ্ণ সাদা আলোয় সৃজনশীলতার মাত্রা বেশি থাকে৷ শীতল সাদা আলোয় মনোযোগ, যুক্তিবোধ ভালো কাজ করে৷ অর্থাৎ জটিল বিষয়বস্তু সংক্রান্ত পরীক্ষায় বসলে শীতল সাদা আলো থাকলেই ভালো৷ আবার খুব সৃজনশীল হতে চাইলে উষ্ণ সাদা আলোর ব্যবস্থা করতে হবে৷''

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধু এই গবেষণার মূল্য নিয়ে সন্তুষ্ট নয়, নতুন ইলেকট্রনিক ডিভাইসের প্রোটোটাইপ তৈরির বিষয়টিকেও গুরুত্ব দেয়৷ স্থানীয় এক কোম্পানির সঙ্গে সহযোগিতায় এক লাইট কনট্রোল ইউনিট তৈরি করা হয়েছে৷

কাজের জায়গা অথবা বসার ঘরে আলোর রং বদলানোর জন্যও এক অ্যাপ রয়েছে৷ ব্যবহারকারীর কাজ অথবা পছন্দ অনুযায়ী তা বদলানো যায়৷ উজ্জ্বল সাদা থেকে নীল, লাল অথবা সবুজ রং ফুটো ওঠে৷

ভবিষ্যতে ইঞ্জিনিয়াররা আলো নিয়ন্ত্রণ করতে আরও উন্নত এক প্রণালী তৈরির পরিকল্পনা নিয়েছেন৷ তাঁরা কৃত্রিম আলোর সঙ্গে দিনের আলোর মিশ্রণ ঘটিয়ে যে কোনো সময়ে আদর্শ আলোর পরিবেশ সৃষ্টি করতে চান৷ কাজটা সহজ নয়, কারণ প্রাকৃতিক আলো সারা দিন ধরে বদলাতে থাকে এবং প্রাকৃতিক সাদা আলো অত্যন্ত জটিল এক মিশ্রণ৷ তাই বিজ্ঞানীরা সবার আগে সবুজ আলো নিয়ে কাজ শুরু করেছেন৷ সবুজ আশার আলোও বটে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য