1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলু থেকে প্লাস্টিক

জাহিদুল হক১৪ সেপ্টেম্বর ২০১৩

কারো পা ভেঙে গেলে চিকিৎসা হিসেবে রোগীর শরীরে ধাতব পদার্থ ঢুকিয়ে দিতে দেখি আমরা৷ কিন্তু এর বদলে যদি জেল জাতীয় কিছু ব্যবহার করা যেত, তাহলে নিশ্চয় আরো ভাল হত, তাইনা?

https://p.dw.com/p/19h8Z
ছবি: DW/M. Haque

বাংলাদেশের এক বিজ্ঞানী এমনই এক জেলের কথা বললেন, যেটা ঠিক সেই কাজটি করতেই সক্ষম৷ তাঁর নাম আবু বিন ইমরান৷ তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটের একজন সহকারী অধ্যাপক৷ জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় তিনি এই জেল নিয়ে কাজ করেছিলেন৷

ইমরান বলছেন, দেহে ধাতব পদার্থ ঢোকানোর পরিবর্তে যদি তাঁর উদ্ভাবিত জেলটি ব্যবহার করা যায় তাহলে সেটা শরীরের সঙ্গে মিশে যাবে এবং সেটা রোগীর জন্যও আরামদায়ক হবে৷

তিনি বলেন, ‘‘জাপানে পিএইচডি করার সময় আমি কাজটি করেছিলাম৷ কিন্তু এখন আমি বাংলাদেশে শিক্ষকতা করছি৷ তাই আমার উদ্ভাবিত জেলটিকে ব্যবহার উপযোগী করতে সরকারের সহায়তা প্রয়োজন৷''

তবে জেল নিয়ে বেশিদূর এগোনো না গেলেও ইমরান এখন বুয়েটে বায়োপ্লাস্টিক নিয়ে কাজ করছেন৷ তিনি আলু থেকে এক ধরনের প্লাস্টিক তৈরির চেষ্টা করছেন, যেটা যেমন পরিবেশবান্ধব হবে তেমনি সহজে ও কমদামে ব্যবহার করা যাবে৷