1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আল-শিফা হাসপাতালের ভিতর ইসরায়েলের আক্রমণ

১৫ নভেম্বর ২০২৩

হাসপাতালের ভিতরে ঢুকে অপারেশন শুরু করেছে ইসরায়েলের সেনা। টুইট করে তা স্বীকার করেছে সেনা কর্তৃপক্ষ।

https://p.dw.com/p/4Yocz
গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা
গাজার হাসপাতালে ইসরায়েলের হামলাছবি: Maxar Technologies/Handout/REUTERS

এতদিন আল-শিফা হাসপাতালকে কেন্দ্র করে লড়াই চলছিল। এবার ঘোষণা দিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে অপারেশন শুরু করল ইসরায়েল। টুইট করে একথা জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। তারা জানিয়েছে, হামাসকে ১২ ঘণ্টার মধ্যে হাসপাতাল চত্বর ছেড়ে বেরিয়ে আসতে বলা হয়েছিল। তারা তা না করায় হাসপাতালের ভিতরে ঢুকে অপারেশন চালাতে বাধ্য হচ্ছে তারা।

টুইটে আইডিএফ জানিয়েছে, হাসপাতালের সুনির্দিষ্ট এলাকায় অপারেশন চালানো হচ্ছে। অন্য রোগীদের যাতে সমস্যা না হয়, সে দিকে খেয়াল রাখা হয়েছে। তাদের সঙ্গে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আছেন। এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করার মতো দল তাদের সঙ্গে আছে। হাসপাতালের ভিতর যেখানে হামাসের নেতৃত্ব লুকিয়ে আছে, সেই জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানেই অপারেশন চালানো হচ্ছে।

আইডিএফ আগে থেকেই অভিযোগ করছিল, হামাসের নেতৃত্ব হাসপাতালের ভিতর থেকে তাদের অপারেশন চালাচ্ছে। হাসপাতালের নিচে হামাসের একটি বড় বাংকার আছে বলেও তাদের দাবি। রোগী এবং বেসামরিক মানুষকে ঢাল হিসেবে হামাস ব্যবহার করছে বলে ইসরায়েলের অভিযোগ। বস্তুত, মঙ্গলবার মার্কিন গোয়েন্দারাও একই কথা বলেছেন। তাদেরও দাবি, আল-শিফা হাসপাতালের ভিতর হামাসের নেতারা আছেন।

যদিও হামাস একথা মানতে রাজি নয়। তাদের বক্তব্য, হাসপাতালে ইসরায়েলের অপারেশনে সাধারণ রোগীদের মৃত্যু হচ্ছে। তারা হাসপাতালের রোগীদের ঢাল হিসেবে ব্যবহার করছেন না। অন্যদিকে ইসরায়েলের বক্তব্য, তারা হামাসকে ১২ ঘণ্টা সময় দিয়েছিল হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসার জন্য। কিন্তু হামাস তা মানেনি। সে কারণেই আন্তর্জাতিক আইন উপেক্ষা করে হাসপাতালের ভিতরে ঢুকে তাদের অপারেশন চালাতে হচ্ছে।

এদিকে হাসপাতালের চিকিৎসকেরা আগেই জানিয়েছেন, সেখানে সদ্যজাত শিশুরা আছে, ডায়েলেসিসের রোগীরা আছে। হাসপাতালের কোনো যন্ত্র চালানো যাচ্ছে না, কারণ বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। হাসপাতালের ওষুধও ফুরিয়ে গেছে। গোটা হাসপাতাল চত্বরজুড়ে মৃতদেহছড়িয়ে আছে। সেই মৃতদেহ পচে গন্ধ বার হচ্ছে। কিন্তু তা সরিয়ে নিয়ে যাওয়ার উপায় নেই। মর্গে বিদ্যুৎ নেই। ফলে তার অবস্থাও ভয়াবহ। কুকুর হাসপাতালে ঢুকে মৃতদেহ খাওয়ার চেষ্টা করছে। আইডিএফ হাসপাতালের ভিতরে ঢুকে বিস্ফোরণ ঘটাচ্ছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে গাজায় বৃষ্টি শুরু হয়েছে। যে ক্যাম্পগুলিতে বেসামরিক মানুষদের রাখা হয়েছে, তা বৃষ্টি আটকাতে পারবে না বলেই মনে করা হচ্ছে। নিকাশির জল জমে নতুন সমস্যা শুরু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে বাইডেন জানিয়েছেন, হামাসের সঙ্গে পণবন্দিদের নিয়ে আলোচনা চলছে। তাদের দ্রুত ছেড়ে দেওয়ার জন্য অ্যামেরিকাও চাপ সৃষ্টি করছে। এদিকে ইসরায়েলে পণবন্দিদের পরিবারগুলি একত্রে প্রধানমন্ত্রীর বাড়ির উদ্দেশে একটি মিছিল করার পরিকল্পনা করেছেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)