1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আল জাজিরার বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ

১০ নভেম্বর ২০১৪

আল জাজিরা টিভির বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে তার প্রতিবাদ জানিয়ে ঢাকায় সমাবেশ করেছে একদল অনলাইন অ্যাক্টিভিস্ট৷ সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নিন্দার ঝড়৷

https://p.dw.com/p/1Djwh
Katar Al Dschasira Logo Fernsehen
ছবি: AP

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম তাদের প্রতিবেদনে জানিয়েছে, কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেলটিকে ‘হলুদ সাংবাদিকতা বর্জন' এবং ‘যুদ্ধাপরাধীদের বাঁচানোর পাঁয়তারা' বন্ধের আহ্বানে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে অনলাইন অ্যাক্টিভিস্টরা৷

সম্প্রতি আল জাজিরার একটি প্রতিবেদনে একাত্তরে মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা তিন থেকে পাঁচ লাখ উল্লেখ করা হয়, যার প্রতিবাদে এই সমাবেশের আগে মানববন্ধনও হয়৷

এদিকে, একাত্তরের যুদ্ধাপরাধের জন্য আপিলের রায়েও মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামানকে আবার আপিলের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে সে পর্যন্ত দণ্ড কার্যকর স্থগিত রাখতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ৷

এই দুটি ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা৷

এইচআরডাব্লিও কামারুজ্জামানসহ ট্রাইবুন্যালের সবার বিচার প্রক্রিয়াই ‘ত্রুটিপূর্ণ' বলে দাবি করেছে৷ এইচআরডাব্লিও'র এই রিপোর্টটি টুইটারে শেয়ার করেছেন নিউইয়র্কের আইনজীবী রে বেকারম্যান৷

জো ফন ভালারস্টাইন'ও হ্যাশট্যাগ ডেথ পেনাল্টি দিয়ে প্রতিবেদনটি টুইটারে শেয়ার করেছেন৷

এছাড়া মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এর নির্বাহী পরিচালক কেনেথ রথও তাঁর অ্যাকাউন্টে রিপোর্টটি শেয়ার করেছেন৷

এদিকে আল-জাজিরার প্রতিবেদনের বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন টুইটারে৷ প্রতিবাদ জানাতে তাঁরা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করছেন #StopHistoryManipulation, #3million1971

বিডি নিউজ টুয়েন্টিফোরে প্রকাশিত সংবাদটি শেয়ার করেছেন ইফতেখার নাঈম৷

হুমায়ূন কবীর টুইটারে আল জাজিরার উদ্দেশে লিখেছেন, ‘‘জঙ্গি ও যুদ্ধাপরাধীদের সমর্থন দেয়ার জন্য টাকা নিয়ে তোমরা এ ধরনের সংবাদ তৈরি কর?''

সাদিয়া সিদ্দিকী কথা লিখেছেন, ‘‘ছি! আল জাজিরা৷ আমাদের ইতিহাস বিকৃত করার কোনো অধিকার তোমাদের নেই৷''

সেলিম সুলাইমান লিখেছেন, আল জাজিরা আবারও প্রমাণ করলো, যে পর্যাপ্ত টাকা দিবে তাদের জন্য যে-কোনো গল্প বানাতে তারা প্রস্তুত৷

জিসান মোস্তাফা লিখেছেন, পর্যাপ্ত গবেষণা ছাড়াই ভুল ছবি দিয়ে প্রতিবেদন তৈরি করেছে আল জাজিরা৷

জুনায়েদ কবীর লিখেছেন, ‘‘আল জাজিরা, তোমরা যখন বাংলাদেশ নিয়ে কোনো তথ্য পরিবেশন করবে তখন যুদ্ধাপরাধীদের কাছ থেকে নয় বরং সঠিক সূত্র থেকে তোমাদের তথ্য সংগ্রহ করা উচিত৷''

এছাড়া জিসান মোর্শেদ বাংলাদেশে টেলিভিশনটির সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছেন৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য