1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্জেন্টিনা, ব্রাজিল বাদ, থাকলো শুধু জার্মানি

৪ জুলাই ২০১০

আর্জেন্টিনা আর ব্রাজিলের বিদায়ে হতাশ ফুটবলমোদীরা৷ তবে জার্মানির জয়ে আশান্বিত অনেকে৷ রয়েছে হরতাল রোধে কঠোর আইনের প্রস্তাবের কথা৷ আর ধানের কুঁড়া থেকে ভোজ্যতেল উৎপাদনের খবর৷

https://p.dw.com/p/OADP
ছবি: AP

আর্জেন্টিনার বিদায়

‘‘আর্জেন্টিনার বিদায়, সেমিতে জার্মানি'' - দৈনিক ইত্তেফাক বলছে একথা৷ দৈনিক কালেরকন্ঠের শিরোনাম, ‘‘হায় আর্জেন্টিনা''৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ‘‘আর্জেন্টিনার বিদায়, শেষ চারে জার্মানি''৷ অধিকাংশ পত্রিকাই জার্মানির জয়ের খবরকে তুলে ধরেছে মূল প্রতিবেদন হিসেবে৷ এবং সেখানে জার্মানির প্রশংসার পাশাপাশি আর্জেন্টিনার রক্ষণভাগের ব্যাপক সমালোচনা করা হয়েছে৷ সেই সঙ্গে মেসির ব্যর্থতাকেও তুলে ধরা হয়েছে এসব রিপোর্টে৷

আসলে বাঙালি ফুটবল বিশ্বকাপ বলতে দু'তিনটি দলকেই বোঝে৷ ব্রাজিল, আর্জেন্টিনা আর জার্মানি৷ রবিবারের পত্রিকাগুলো এমনটাই জানাচ্ছে, বিশেষ করে ব্রাজিল আর আর্জেন্টিনার বিদায়ে বিশ্বকাপ অনেকটাই ফিকে হয়ে গেছে সাধারণ মানুষের কাছে৷ দৈনিক সমকাল যথার্থই বলেছে, ‘‘কোটি কোটি দর্শকের আশার সমাধি৷''

হরতালের বিরুদ্ধে কঠোর আইনের প্রস্তাব

দৈনিক প্রথম আলো'র শিরোনাম, ‘‘হরতালে ভাঙচুরের বিরুদ্ধে কঠোর আইন করার প্রস্তাব৷'' পত্রিকাটি জানাচ্ছে, হরতালের সময় কারও ওপর হামলা হলে বা যানবাহন ভাঙচুর করলে হরতাল আহ্বানকারী দল বা সংগঠনের প্রধানের বিরুদ্ধে মামলা করা যাবে৷ অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদণ্ড, জরিমানা এবং আর্থিক ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা থাকবে৷ এরকম কিছু বিষয় নিয়ে ‘জনস্বার্থ আইন ২০১০' নামে একটি বেসরকারি বিল শীঘ্রই বাংলাদেশ সংসদে উপস্থাপন করা হবে৷

ধানের কুঁড়া থেকে ভোজ্যতেল

দৈনিক সমকালের একটি খবর চোখে পড়ছে৷ শিরোনাম, ‘‘ধানের কুঁড়া থেকে ভোজ্যতেল''৷ পত্রিকাটির কথায়, বাংলাদেশ থেকে বছরে ১৫ হাজার টন ধানের কুঁড়া ভারতে রপ্তানি হয়৷ সেখানে এই কুঁড়া দিয়ে তৈরি হচ্ছে ভোজ্যতেল, পোলট্রি ফিড ও মশার কয়েল৷ বিশেষজ্ঞরা অবশ্য বলছে, ধানের কুঁড়া রপ্তানি না করে বাংলাদেশেই ভোজ্যতেল উৎপাদন সম্ভব৷ এতে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী