1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো ৩ জন আক্রান্ত, একজনের অবস্থা আশঙ্কাজনক

২০ মার্চ ২০২০

বাংলাদেশে আরো তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷ এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ২০৷ নতুন আক্রান্ত একজনের অবস্থা আশঙ্কাজনক।

https://p.dw.com/p/3ZnIm
Bangladesch Dhaka Coronavirus
ছবি: DW/S. Hossain

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান৷  ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী, তার বয়স ৩৮ বছর। দুজন পুরুষের মধ্যে একজনের বয়স ৩০-এর বেশি, অন্যজনের বয়স ৭০-এর বেশি। 

আক্রান্ত সত্তরোর্ধ্ব ব্যক্তি ''ক্রিটিক্যাল কনডিশনে' আছেন। তার 'কোমরবিডিটি' (অন্যান্য স্বাস্থ্য জটিলতা) আছে'' এবং তিনি আইসিইউতে আছেন বলে জানান নাসিমা সুলতানা।

''নতুন আক্রান্ত ত্রিশোর্ধ্ব পুরুষ রোগী সম্প্রতি ইটালি ও জার্মানি ভ্রমণ করেছেন৷ বাকি দুজন অন্যদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন৷ আক্রান্ত নারী ইটালিফেরত একজনের সংস্পর্শে এসেছিলেন।''

আক্রান্তের সংখ্যা বাড়লেও গত ২৪ ঘণ্টায় নতুন কারো মৃত্যুর খবর আসেনি; এ পর্যন্ত বাংলাদেশে করোনায় সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে।  তবে গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ আক্রান্ত সন্দেহে ল্যাবরেটরি পরীক্ষার জন্য আইসোলেশনে রাখা হয়েছে ৩০ জনকে। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬ জনের। এছাড়া এ সময়ে ৪৪ জন বিদেশফেরত ব্যক্তিকে  কর্তৃপক্ষের নজরদারিতে কোয়ারান্টিনে নেওয়া হয়েছে।

এসএনএল/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য