1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজতাইওয়ান

আরো মার্কিন প্রতিনিধি তাইওয়ানে

১৫ আগস্ট ২০২২

তাইওয়ানে গেলেন আরো পাঁচ মার্কিন সাংসদ। চীন ফের হুমকি দিয়েছে।

https://p.dw.com/p/4FWfr
তাইওয়ানে মার্কিন প্রতিনিধিদের স্বাগত জানানো হচ্ছে।
তাইওয়ানে মার্কিন প্রতিনিধিদের স্বাগত জানানো হচ্ছে। ছবি: Taiwan Ministry of Foreign Affairs/AP Photo/picture alliance

মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত সফরের পর ফের পাঁচ সদস্যের প্রতিনিধি দল পৌঁছে গেল তাইওয়ানে। রোববার তারা সেখানে পৌঁছায়।

সেনেটর এড মার্কির নেতৃত্বে দলটি গিয়ে পৌঁছেছে সেখানে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করবেন তারা। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ একটি ব্যাঙ্কোয়েটেরও আয়োজন করেছেন। সেখানেও যাবেন এই প্রতিনিধিরা।

পেলোসির সফরের ঠিক ১২ দিন পর আরো মার্কিন প্রতিনিধি তাইওয়ানে গেলেন। অ্যামেরিকার বক্তব্য এই সফর প্রমাণ করে যে কোনো পরিস্থিতেই তারা তাইওয়ানের পাশে আছে। যদিও এই সফরও ব্যক্তিগত উদ্যোগে। সরকারি সফর নয়।

পাঁচ মার্কিন প্রতিনিধির মধ্যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলের রাজনীতিকই আছেন।

পেলোসির সফরের পর চীন কার্যত তাইওয়ান ঘিরে ফেলে যুদ্ধ মহড়া করেছিল। তাইয়ানের ১২ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছিল চীনের যুদ্ধজাহাজ। শুধু তাই নয়, চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় ঢুকে গেছিল। রোববার মার্কিন প্রতিনিধিরা তাইওয়ানে যাওয়ার পর ফের চীন যুদ্ধের মহড়া করেছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)