1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো সাতটি দেশে দূতাবাস খুলবে বাংলাদেশ

৩১ আগস্ট ২০০৯

বাংলাদেশ সরকার জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশীদের দেখভালের জন্য আরো সাতটি দেশে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে৷ অর্থমন্ত্রী আব্দুল মাল আবুল মুহিত রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান৷

https://p.dw.com/p/JM50
ফাইল ফটোছবি: picture-alliance/Bildfunk

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের ৪৭ টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে৷ কিন্তু এমন অনেক দেশ আছে যেখানে বাংলাদেশীরা কাজ করেন, কিন্তু তাদের সহায়তার জন্য কোন দূতাবাস নেই৷ তাছাড়া বাংলাদেশী শ্রমিকদের একটি বিরাট অংশ অদক্ষ৷ এবং তারা বিদেশে শ্রমিক হিসেবে কাজ করে থাকে৷ সরকার ঐসব বাংলাদেশীর কথা চিন্তা করেই নতুন কূটনৈতিক মিশন খোলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী৷

নতুন যেসব দেশে দূতাবাস খোলা হবে সেগুলো হলো লেবানন, সুদান, গ্রীস, বোতসোয়ানা, এ্যাঙ্গোলা, মরিশাস এবং রোমানিয়া৷

অর্থমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতির এই দুরবস্থায়ও বাংলাদেশ এবছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় ৩লাখ জনশক্তি রপ্তানি করেছে৷ যদিও তা গেল বছরের এই সময়ের চেয়ে ৪৯ শতাংশ কম৷

বর্তমানে বিশ্বের নানা দেশে ৬৫ লাখ বাংলাদেশী কাজ করে৷ এই সংখ্যা আরো বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার দেশে জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্র খোলারও সিদ্ধান্ত নিয়েছে৷ আর এইসব সিদ্ধান্ত ‘লাল ফিতার বন্ধনে' আটকে না রেখে, খুব দ্রুতই বাস্তবায়িত হবে বলে সংবাদ মাধ্যমকে জানান অর্থমন্ত্রী৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক