1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরেকবার এফওয়ান শিরোপা চান শুমাখার

২৩ জুলাই ২০১০

জার্মানির ফর্মুলা ওয়ান তারকা মিশায়েল শুমাখার জানিয়েছেন, ২০১১ সালেও মার্সিডিজের হয়ে রেসের মাঠে থাকবেন তিনি৷ কারণ, অষ্টম শিরোপা জয়ের যে লক্ষ্য নিয়ে মাঠে ফিরেছেন তিনি, তা এখনো বাস্তব রূপ পায়নি৷

https://p.dw.com/p/ORzK
শুমাখার জিতেছেন সাতটি ফর্মুলা ওয়ান শিরোপাছবি: AP/DW-Montage

তিন বছর অবসর কাটিয়ে এই মৌসুমে ফর্মুলা ওয়ান রেসে ফেরেন শুমাখার৷ ৪১ বছর বয়সী এই তারকা এর আগে জিতেছেন সাতটি ফর্মুলা ওয়ান শিরোপা৷ কিন্তু এই মৌসুমে তাঁর সাফল্য খুব একটা দেখা যায়নি৷ যদিও শুমাখার জানিয়েছেন, আমরা ফেরার উদ্দেশ্য হচ্ছে আরেকটি শিরোপা জয়৷ আর এজন্যই আমি রেসের মাঠে৷

তিনি বলেন, আমি জানি আমার চূড়ান্ত লক্ষ্য কী এবং আমি কোথায় যেতে চাই৷ আমি নিশ্চিত, আমি আমার লক্ষ্যে পৌঁছবোই৷

জার্মান গ্রঁ প্রি শুরুর প্রাক্কালে বৃহস্পতিবার এই মন্তব্য করলেন শুমাখার৷ এর আগে ৪ বার জার্মান গ্রঁ প্রিতে শিরোপা জিতেছেন তিনি৷ তবে এফওয়ান ড্রাইভারদের মধ্যে এই মুহূর্তে শুমাখারের অবস্থান ৯ নম্বরে৷ এই তালিকার শীর্ষে থাকা লুইস হ্যামিল্টনের সঙ্গে তাঁর পয়েন্ট ব্যবধান ১০৯৷ নিজ দলের নিকো রসবের্গের থেকেও ৫৪ পয়েন্ট নিচে শুমাখার৷

GP Montreal Michael Schumacher Flash
আরো অন্তত একবার শিরোপা চান শুমাখারছবি: AP

বর্তমান এই অবস্থানে অবশ্য হতাশ নন সাবেক এই ফেরারি তারকা৷ বরং মার্সিডিজের সঙ্গে তিন বছরের চুক্তি নিয়ে আশাবাদী তিনি৷ এই মৌসুমের শেষে তাই রেস ছাড়ার গুজব উড়িয়ে দিলেন শুমাখার৷ জানালেন, যদি বলি আমি আমার বর্তমান অবস্থান নিয়ে খুব খুশি, তাহলে ভুল বলা হবে৷

তিনি বলেন, আমি তিন বছর রেসের বাইরে ছিলাম৷ ফিরে এসেই আগের জায়গা থেকে শুরু করাটা বাস্তবিক অর্থে আসলে সম্ভব নয়৷ আমি একজন জাদুকরও নই৷ তাই, আগের জায়গা ফিরে পেতে সময় প্রয়োজন৷ সেই সময়টাই নিচ্ছি৷

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে জার্মান গ্রঁ প্রি৷ হকেনহাইমে ৬৭ ল্যাপের এই রেসে এবারও জয় চান লুইস হ্যামিল্টন৷ বর্তমান ফর্ম আর ২০০৮ সালের বিবেচনায় প্রত্যাশাটা খুব বেশি বড় নয় তাঁর জন্য৷ কিন্তু শুমাখারের যে নিজের মাঠ এটি৷ তাই, লাখো ভক্তের ‘বেবি শুমি' ডাকও কী জেতাতে পারবে না তাঁকে?

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম