1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজমিয়ানমার

আরেক মামলায় সুচির তিন বছরের কারাদণ্ড

২৯ সেপ্টেম্বর ২০২২

আগে কয়েকটি মামলায় মোট ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল অং সান সুচির৷ বৃহস্পতিবার আরেকটি মামলায় তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তাকে৷

https://p.dw.com/p/4HUyM
Aung San Suu Kyi
ছবি: Ann Wang/REUTERS

এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, সুচির সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেলের বিরুদ্ধেও একই শাস্তি ঘোষণা করেছে মিয়ানমারের আদালত৷

সূত্র আরো জানায়, দুজনেরই সাজা হয়েছে অফিশিয়েল সিক্রেসি অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে৷ নোবেলজয়ী নেত্রী সুচি এবং অস্ট্রেলিয়ার ম্যাককয়াল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শন টার্নেল অবশ্য গোপনীয়তার শর্ত লঙ্ঘনের ঘটনায় জড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন৷

গত বছরের শুরুর দিকে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সুচিকে সরিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী৷ সুচি ও তার মন্ত্রীপরিষদের অনেক সদস্য ও কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়৷ তারপর থেকে প্রায় নিয়মিত বিরতিতেই নানা অভিযোগের মামলা লড়তে হচ্ছে সুচিকে৷

Sean Turnell
শন টার্নেল : তাকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালতছবি: ABC/AP Photo/picture alliance

বৃহস্পতিবার যে মামলায় তার সাজা ঘোষণা করা হলো তাতে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে৷ সূত্র জানিয়েছে, তিন বছরের কারাদণ্ড হলেও কারাভোগের সময় সূচিকে সাজার অংশ হিসেবে কোনো কষ্টসাধ্য কাজ করতে হবে না৷

এসিবি/ কেএম (রয়টার্স)