1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্রুত আরোগ্য কামনা

Sanjiv Burman২ ডিসেম্বর ২০১৩

রবিবার ঢাকায় উচ্চাঙ্গ সংগীতের এক অনুষ্ঠান দেখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্লগার আরিফ জেবতিক৷ এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়৷ আলোচিত এই ব্লগারের আরোগ্য কামনা করেছেন অনেকে৷

https://p.dw.com/p/1ARbu
Screenshot Facebook Arif Jebrik Blogger Bild: www.facebook.com ***Dieser Screenshot darf nur im Zusammenhang mit der Berichterstattung über Facebook genutzt werden***
ছবি: facebook.com

হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবরটি ফেসবুকে জানান আরিফ জেবতিক নিজেই৷ রবিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে অবস্থানকালে নিজের প্রোফাইলে তিনি জানান, ‘‘আর্মি স্টেডিয়ামের ১৬ নম্বর গেটের কাছে কোন বন্ধু থাকলে দ্রুত আসুন৷'' এই বার্তা দ্রুতই ছড়িয়ে যায় ফেসবুকে৷

আরিফ জেবতিকের ফেসবুক প্রোফাইল থেকে পরের পোস্টটি করেন তাঁর ভাই নাসিম৷ তিনি জেবতিকের মারাত্মক হৃদরোগে আক্রান্তের খবর জানান এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন৷

ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স' জয়ী ব্লগার আরিফ জেবতিকের দ্রুত আরোগ্য কামনা করে ব্লগ এবং ফেসবুকে মন্তব্য করেছেন অসংখ্য মানুষ৷ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ রাগিব হাসান ফেসবুকে লিখেছেন, ‘‘আরিফ জেবতিক ভাইকে কখনো দেখিনি, কিন্তু অনলাইনে উনার সাথে ইন্টারেকশন সেই ২০০৬ সাল থেকে সামহয়্যার... ইনব্লগের আমল থেকেই৷ সেই আরিফ ভাই হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে হাসপাতালে আছেন৷ উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আসুন সবাই সেটার জন্যই দোয়া করি৷''

বলাবাহুল্য, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী আরিফ জেবতিক৷ এই আন্দোলনে তাঁর সহযোদ্ধা অমি রহমান পিয়াল ফেসবুকে লিখেছেন, ‘‘...হে নবপ্রজন্ম , আজ বড় দুঃসময়৷ সঙ্গে যোগ হয়েছে আরিফ জেবতিকের অসুস্থতার খবর৷ আমি আশা করি সে দ্রুত সুস্থ হয়ে আবারও যুদ্ধে শামিল হবে৷''

বাংলা ভাষায় প্রথম কমিউনিটি ব্লগ সামহয়্যার ইন ব্লগে একসময় নিয়মিত লিখতেন আরিফ জেবতিক৷ এই ব্লগ সাইটে তাঁর অসুস্থতার তথ্য প্রকাশ করেছেন ব্লগার স্মিথ হাসান৷ তিনি লিখেছেন, ‘‘এনজিওগ্রাম করার পর তিনি এখন আশঙ্কামুক্ত৷ উনার হার্টে কিছু ব্লক ছিলো৷''

সংগীত শিল্পী এবং শাহবাগ আন্দোলনের অন্যতম কর্মী প্রীতম আহমেদ হাসপাতালে আরিফ জেবতিককে দেখতে গিয়েছিলেন৷ তিনি ফেসবুকে লিখেছেন, ‘‘আরিফ ভাইয়ের সঙ্গে তার স্ত্রী, ভাই, ঘনিষ্ঠজনসহ পরিবারের সবাই আছেন৷ ইমারজেন্সি থেকে অপারেশন শেষে সিসিইউতে নেয়া পর্যন্ত অনেকের সাথে আমিও উপস্থিত ছিলাম৷ এমতাবস্থায় আমরা তাঁর বিশ্রাম ও সুচিকিৎসার স্বার্থে হাসপাতালে ভিড় না করে প্রার্থনা করাটাই তার জন্য মঙ্গলজনক হবে বলে মনে করছি৷ সবাই ভালো থাকবেন৷ আরিফ জেবতিকের জন্য প্রার্থনা করবেন৷''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য