1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরব-ইহুদি বিয়ে নিয়ে ইসরায়েলে তুলকালাম

১২ অক্টোবর ২০১৮

হিব্রুভাষী আরব সংবাদ পাঠিকা লুসি আহারিশ এবং আরবিভাষী ইহুদি জাচি হালেভির বিয়েকে কেন্দ্র করে সরব হয়েছেন ইসরায়েলের চরম ডানপন্থিরা৷ এমন আন্তঃধর্ম বিয়েতে গোটা ইসরায়েলই হুমকিতে পড়বে বলে মনে করছেন তাঁরা৷

https://p.dw.com/p/36RKR
ছবি: Reuters/M. Vilensky

৩৭ বছর বয়সি আহারুশের জন্ম দক্ষিণ ইসরায়েলে৷ তাঁর বাবা-মা মুসলিম এবং তিনিই ইসরায়েলি টেলিভিশনের ইতিহাসে প্রথম হিব্রুভাষী আরব উপস্থাপক৷ অন্যদিকে হালেভি নেটফ্লিক্সে শো ‘ফাউদা’-তে সিক্রেট এজেন্টের ভূমিকায় অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন৷

চার বছর ধরে প্রেম করলেও আরব ও ইহুদি উগ্রপন্থিদের না চটাতে এতদিন তাঁরা সম্পর্কের কথা প্রকাশ করেননি৷ বিয়ের ইসরায়েলের হায়োম পত্রিকাকে এই সেলিব্রিটি জুটি হাস্যরসাত্মক ভঙ্গিমায় বলেন, ‘‘আমরা একটা শান্তিচুক্তি সই করলাম৷’’

‘ইহুদিদের ধ্বংসের ষড়যন্ত্র’

আহারুশ-হালেভি বিষয়টিকে যতটা হালকাভাবেই নেন না কেন, রা ঠিকই এ নিয়ে সরব হয়েছেন৷

ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডানপন্থি পার্লামেন্টারিয়ান আরিয়ে দেরি মনে করেন, এমন বিয়ের ফলে ইহুদিদের অস্তিত্বও পড়ছে হুমকিতে৷ শাস পার্টির প্রতিষ্ঠাতা দেরি বলেন, ‘‘এর ফলে বিশ্বজুড়ে ইহুদিদের যেভাবে অন্যরা গ্রাস করছে, তা খুবই পীড়াদায়ক৷’’

ইসরায়েলের আর্মি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার৷ কিন্তু একজন ইহুদি হিসেবে আমি বলতে পারি, আমি এমন কাজের বিরুদ্ধে৷ আমাদের উচিত ইহুদিদের সুরক্ষার ব্যবস্থা করা৷ (তাঁদের) বাচ্চারা বড় হবে, স্কুলে যাবে, পরে বিয়েও করতে চাইবে এবং তখন তাঁদের বিশাল সমস্যায় পড়তে হবে৷’’

এসময় তিনি ধর্মান্তরের প্রক্রিয়া নিয়েও কথা বলেন৷ তিনি বলেন, ‘‘সে (আহারিশ) চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে৷’’

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির এমপি ওরেন হাজেন ‘আন্তঃধর্ম বিয়ে ইহুদিদের বিশুদ্ধতা নষ্ট করছে' মন্তব্য করে এক টুইট করেছেন৷

হিব্রু ভাষায় লেখা টুইটে তিনি বলেন, ‘‘আমি লুসি আহারিশকে দোষ দিচ্ছি না৷ কিন্তু তিনি এক ইহুদি আত্মাকে বিপথে নিয়ে দেশের ক্ষতি করছেন এবং আরেকটি ইহুদি প্রজন্মকে ধ্বংস করে দিলেন৷'' তবে এ থেকে বিরত থেকে আহারিশকে ইহুদি ধর্মে আসার আহ্বানও জানান তিনি৷

তাঁর এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টির পর তিনি সেটার পক্ষে আবার কথা বলেছেন হার্তেজ পত্রিকার সঙ্গে৷ চিনি বলেন, ‘‘আপনাদের প্রতিক্রিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী অনেক আগেই বলেছেন- বামপন্থিরা ইহুদি মানে কি, তা-ই ভুলে গেছে৷’’

ইহুদি ধর্মমতে, মা ইহুদি হলেই কেবল সন্তানরা ইহুদি হিসেবে স্বীকৃতি পায়৷ আল্ট্রা-অর্থ্রোডক্স নিয়ম মেনে যাঁরা ধর্মান্তরিত হন, তাঁদেরই কেবল ইহুদি হিসেবে মেনে নেয়া হয়৷

উদারপন্থিদের প্রতিক্রিয়া

উগ্রপন্থিদের মন্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আরব-ইহুদি বিয়েকে স্বাগতও জানিয়েছেন বেশ কিছু রাজনীতিবিদ ও সাংবাদিক৷

লেবার পার্টির এমপি শেলি ইয়াচিমোভিচ ‘এই অসাধারণ জুটির’ সুখ ও সাফল্য কামনা করে টুইট করেছেন৷

জায়োনিস্ট ইউনিয়নের পার্লামেন্টারিয়ান ইওয়েল হাসোন মনে করেন, ডানপন্থি এমপিদের প্রতিক্রিয়া নেতানিয়াহুর লিকুদ পার্টির ‘অন্ধকার, বর্ণবাদী ও লজ্জাজনক চেহারা’ সামনে নিয়ে এসেছে৷

ইসরায়েলে নাগরিকদের ২০ শতাংশ আরব মুসলিম৷ তবে প্রায়শই তাঁরা বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ার অবিযোগ করে থাকেন৷ ২০১৫ সালে দেশটির বিয়ের সবশেষ জাতীয় পরিসংখ্যান অনুযায়ী, ৫৮ হাজার বিয়ের মধ্যে কেবল ২৩টি বিয়ে হয়েছে আরব ও ইহুদি জুটির মধ্যে৷

এডিকে/এসিবি (এএফপি, রয়টার্স)