1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরএসআরএম গ্রুপের মাকসুদুর রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

১ ফেব্রুয়ারি ২০২২

রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রামের অর্থঋণ আদালত৷ ৩১২ কোটি ৮২ লাখ টাকা ঋণখেলাপির দায়ে এ নিষেধাজ্ঞা৷

https://p.dw.com/p/46LrJ
ছবি: DW

রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংকের ৩১২ কোটি ৮২ লাখ টাকা ঋণখেলাপির দায়ে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ১ ফেব্রুয়ারির মধ্যে মাকসুদুর রহমানের পাসপোর্ট আদালতে জমা দেয়ার এবং আদেশের কপি পুলিশের বিশেষ শাখায় পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে৷ গত বুধবার শুনানি শেষে এ আদেশ জারি করে চট্টগ্রাম অর্থঋণ আদালত৷ 
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের ২৯ মার্চ খেলাপি ঋণ আদায়ের জন্য মাকসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে জনতা ব্যাংক লিমিটেডের লালদীঘি ইস্ট কর্পোরেট শাখা৷এ শাখায় ৩১২ কোটি ৮২ লাখ ৩৩ হাজার টাকা ঋণ খেলাপি পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএসআরএম গ্রুপ৷
মামলার রায়ে আদালত উল্লেখ করে, বিবাদী মাকসুদুর রহমান একজন ইচ্ছাকৃত ঋণখেলাপি৷  ২০১৯ সালে মাত্র দুই শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিল করার সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক৷ এ সুযোগে ঋণ পুনঃতফসিল করেছেন অনেক খেলাপি৷ সুযোগ পাওয়া সত্ত্বেও তিনি তা গ্রহণ করেননি৷

বিবাদী মাকসুদুর রহমান মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রাম অর্থঋণ আদালতে আরও কয়েকটি মামলা বিচারাধীন৷ এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ খেলাপি রয়েছে৷

এনএস/কেএম (বাসস)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য