1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর পাহাড়ে যাবেন না রেশমা

৭ আগস্ট ২০২০

মাইক্রোবাসের নীচে চাপা পড়ে শেষ হয়ে গেল পর্বতারোহী রেশমা নাহার রত্নার জীবন৷ সংসদ ভবনের কাছের লেক রোডে একটি মাইক্রোবাস পেছন থেকে তার সাইকেলে ধাক্কা দেয়৷

https://p.dw.com/p/3gcKE
Bergsteiger Mount Everest Gipfel Himalaya
প্রতীকী ছবিছবি: STR/AFP/GettyImages

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে লেকরোডে সাইকেল চালানোর সময় মাইক্রোবাসটি ধাক্কা দিলে তার মৃত্যু হয়৷

৩৪ বছর বয়সি রেশমা ধানমণ্ডির আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন৷

এছাড়া পর্বতারোহণের পাশাপাশি ম্যারাথন দৌড়েও অংশ নিতেন তিনি৷

প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ‘‘রেশমা উড়োজাহাজ ক্রসিং দিয়ে সাইকেল চালিয়ে গণভবনের দিকে আসার সময় লেকের ব্রিজের দিকে মোড় নিতে গেলে পেছন থেকে আসা একটি কালো রঙয়ের মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়েন৷'' পুলিশ সদস্যরা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

এসিবি/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)