1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আম্বানির বাড়ির বাইরে বিস্ফোরক নিয়ে ধোঁয়াশা

১ মার্চ ২০২১

কারা শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির বাইরে বিস্ফোরক রেখে এল, তা নিয়ে ধোঁয়াশা আরো বেড়েছে। এর পিছনে জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

https://p.dw.com/p/3q2yk
মুকেশ আম্বানি
ছবি: picture-alliance/AP Photo/G. Ehrenzeller

বিশ্বের সব চেয়ে ধনীদের তালিকায় তিনি অন্যতম। ভারতের বাণিজ্যক্ষেত্রে রিলায়েন্স একটি বড় নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুকেশ আম্বানির 'বন্ধুত্ব' সুবিদিত। সেই আম্বানির বাড়ির সামনে একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরকে ব্যবহারকারী জিলেটিন স্টিক। সঙ্গে একটি চিঠিও মিলেছে। যাতে বলা হয়েছে, এটি কেবলই ট্রেলার। এরপর বিস্ফোরণ ঘটিয়ে আম্বানির গোটা পরিবারকে হত্যা করা হবে।

গত সপ্তাহের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের পাশাপাশি জাতীয় তদন্তকারী দল বা এনআইএ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আর তারপরেই দুইটি বিবৃতি নিয়ে রহস্য আরো ঘণিভূত হয়েছে। সপ্তাহান্তে নেট দুনিয়ায় একটি বিবৃতি ছড়িয়ে পড়ে। সেখানে ওই জিলেটিন স্টিক রাখার বিষয়টি স্বীকার করে জৈশ-উল-হিন্দ নামে একটি জঙ্গি সংগঠন। বিবৃতিতে বলা হয়, তারাই ওই জিলেটিন স্টিক সহ সবুজ রঙের গাড়ি অম্বানির বাড়ির সামনে রেখে এসেছিল।

কিন্তু সোমবার ফের একটি বিবৃতি দিয়ে তারা সেই বক্তব্যের বিরোধিতা করেছে। সোমবার জৈশের তরফে নতুন একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, সপ্তাহান্তে তাদের নামে যে বিবৃতিটি ছড়ানো হয়েছিল, সেটি ভূয়া। তারা ওই বিবৃতি প্রচার করেনি। আম্বানিকে বা তার পরিবারকে হত্যা করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে তারা প্রধানমন্ত্রী এবং শাসক দল বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবে। বিজেপি এবং আরএসএস এর নাম সেখানে বলা হয়েছে।

তাহলে আম্বানির বাড়ির সামনে জিলেটিন স্টিক এবং চিঠি কে বা কারা রেখে এসেছিল? এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মহারাষ্ট্র পুলিশের এক সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে, একটি সবুজ স্করপিও মডেলের গাড়িতে জিলেটিন স্টিক এবং চিঠি রাখা হয়েছিল। হাইওয়ে এবং বিভিন্ন টোলপ্লাজার ছবি সংগ্রহ করে দেখা গেছে, যে ব্যক্তি ওই গাড়িটি চালিয়ে এনেছিল, সে এখন মহারাষ্ট্রের সীমানায় আছে। তবে মহারাষ্ট্রের কোন সীমানায় ঠিক কোন অঞ্চলে সে আছে, তদন্তের স্বার্থে পুলিশ তা গোপন রেখেছে। ওই ব্যক্তির সঙ্গে আদৌ জৈশ বা অন্য কোনো সংগঠনের যোগাযোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রশ্ন রয়েছে আরো। আম্বানির বাড়ির বাইরে বিপুল নিরাপত্তার ব্যবস্থা আছে। সেই নিরাপত্তা ভেদ করে কী করে জিলেটিন স্টিক সহ একটি গাড়ি সেখানে রেখে যাওয়া সম্ভব হলো? তা হলে কি নিরাপত্তারক্ষীদের কেউ কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত? এনআইএ এবং পুলিশ সে বিষয়েও তদন্ত করছে। পাশাপাশি, আম্বানির বাড়ির বাইরে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে।

এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)