1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির ব্যাপারে আবারো ভেটো দিল ভারত

১১ জুন ২০১১

চলতি গ্রীষ্মে অনুষ্ঠিতব্য ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি ব্যবহার করার বিষয়ে আবারো ভেটো দিয়েছে ভারত৷ অর্থাৎ আবারো বিষয়টি প্রত্যাখান করেছে ভারত৷

https://p.dw.com/p/11YT4
বিশ্বখ্যাত আম্পায়ার ডেভিড শেফার্ড ভারতীয় দলের খেলায় কর্তব্যরতছবি: AP

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড চার ম্যাচের সিরিজে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি ব্যবহার করতে চেয়েছিল৷ কিন্তু ভারতের ক্রিকেট বোর্ড, বিসিসিআই পদ্ধতি ব্যবহারের বিরোধিতা করেছে৷ ইসিবি শুক্রবার বলেছে, এই সিরিজে বিসিসিআই ঐ পদ্ধতি ব্যবহারে একমত নয়৷

দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের মনে এই পদ্ধতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে বলে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে৷

এরই মধ্যে ভারতের ক্রিকেট বোর্ড, বিসিসিআই এ ব্যাপারে একটি চিঠি পাঠিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের কাছে৷ এতে বলা হয়, বিসিসিআই, চার ম্যাচের টেস্ট সিরিজে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি ব্যবহারের বিপক্ষে৷

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, কোন সিরিজে পর্যালোচনা পদ্ধতি ব্যবহার করতে চাইলে দুই দেশকেই এই ব্যপারে একমত হতে হবে৷

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্টটি লর্ডসে অনুষ্ঠিত হবে ২১ -শে জুলাই থেকে ২৫-শে জুলাই পর্যন্ত৷ জানা গেছে, শচীন তেন্ডুলকার ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো সিনিয়র খেলোয়াড়রা বলছেন, আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তির ওপর তাঁদের বিশ্বাস নেই৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়