‘আমি একজন ক্ষুদ্র পাঠক' | পাঠক ভাবনা | DW | 07.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আমি একজন ক্ষুদ্র পাঠক'

‘‘সম্প্রতি আমার লেখা পাঠক ভাবনায় ছাপা হচ্ছে না৷ তাতে আমার মন খারাপ নেই৷ কারণ আমি ডয়চে ভেলের একজন ক্ষুদ্র পাঠক৷ তাছাড়া সব পাঠকের লেখাকেই তো ডয়চে ভেলেকে গুরুত্ব দিতে হবে৷.''

‘‘আমিই তো আর একা ডয়চে ভেলের পাঠক নই৷ আপনাদের অসংখ্য পাঠক রয়েছে৷ সব পাঠককেই আপনাদের সমান চোখে দেখতে হবে৷ এটাই আমি মনে করি৷ আর এ জন্য আপনাদের আমার ভীষণ ভালো লাগে৷ আমি চাই আপনারা নতুন পাঠকদের লেখা পেলেই ‘পাঠক ভাবনায়' তা তুলে ধরবেন, যাতে ঐ পাঠক বন্ধু আরো উৎসাহিত হয়৷ আর যেসব পুরনো বন্ধু আপনাদের লেখেই না, তাঁদের প্রতি আমার অনুরোধ –আপনারা কিন্তু অনেক কিছু মিস করছেন৷ কাজেই লেখা শুরু করুন৷ অন্তত মাসে একটি ই-মেল করুন, ভালো লাগবে৷''

এভাবেই লিখেছেন আমাদের নিয়মিত পাঠক ও লেখক এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া থেকে৷ তিনি আরো লিখেছেন, ‘‘বাইরে বিদ্যুৎ চমকালে টিভি, ফ্রিজের প্লাগ খুলে রাখুন৷ নিরাপদ থাকবেন৷ এ রকম আরো টিপস দিয়ে ভরা ডয়চে ভেলের প্রতিবেদনগুলি তার প্রিয় পাঠককে সচেতন করে৷ হ্যাঁ, বাইরে বিদ্যুৎ চমকালে ঘটতে পারে বড় ধরনের কোনো দূর্ঘটনা, যা আমাদের মৃত্যুরও কারণ হতে পারে৷ তাই এমন প্রতিবেদনের জন্য ডিডাব্লিউকে ধন্যবাদ জানাই৷

Israel Krieg Gaza 05.08.2014

‘গাজা সমস্যা সমাধানে কেউ তেমন কোনো উদোগ নিচ্ছে না’

তবে গত দু'দিন ডয়চে ভেলের ওয়েবসাইটে কোনো ভালো প্রতিবেদন দেখা যায়নি৷ এই দুই দিন তুলনামূলকভাবে কম প্রতিবেদন পোস্ট করা হয়েছে বলে আমি মনে করি৷ জানি না এমন কেন ঘটলো৷ ডয়চে ভেলেকে সবার কাছে পৌঁছে দিতে আমি আপনাদের পেজটি শেয়ার করেছি৷ বেশ কয়েকদিন হয়ে গেল ডয়চে ভেলের পাঠক ভাবনা ‘আপডেট' হচ্ছে না৷ পাঠকদের নতুন কোনো লেখা নেই৷ যদিও আমি কয়েকটি ই-মেল পাঠিয়েছি৷ বিষয়টা লক্ষ্য করবেন আশা করি৷''

পরের ই-মেলটি পাঠিয়েছেন পুরনো বন্ধু ডা. অসিত কুমার দাশ মিন্টু চট্রগ্রাম থেকে৷ তিনি লিখেছেন, ‘‘গাজা সমস্যা সমাধানে কেউ তেমন কোনো উদোগ নিচ্ছে না, যা দুঃখের বিষয়৷'' এছাড়া ডা. অসিতের অভিযোগ তাঁর ই-মেল নাকি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয় না৷ কেন করা হয় না সেটাই তিনি জানতে চেয়েছেন আমাদের কাছে৷

- ভাই মিন্টু, আপনার এই ই-মেলটি দু'দিন আগেই আমরা পেয়েছি৷ আজকাল আপনি খুবই কম লিখছেন, আমাদের মনে পড়ছে না শেষ কবে লিখেছিলেন৷ একেবারে ছোট ই-মেলগুলো যে কখনও কখনও বাদ পড়ে যায় না, তা নয়৷ গত কিছুদিন থেকে আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন যে সোমবার থেকে শুক্রবার প্রতিদিনই ‘পাঠক ভাবনা'-র পাতাতে অনেক বন্ধুদের পাঠানো মতামতই উঠে এসেছে৷ পাঠক বন্ধুদের জন্যই আমাদের এই পাতাটি৷ তাই এটা চালু রাখতে হলে চাই আপনাদের পাঠানো ই-মেল৷

- আর পাঠক বারিককে বলছি, আপনি যেমন নিয়মিত মতামত জানাচ্ছেন তেমন আপনার মতামত নিয়মিতই আমাদের ওয়েবসাইটে তুলে ধরা হচ্ছে৷ তবে দু-একদিন তো বাদ যেতেই পারে৷ ধন্যবাদ আপনাদের দু'জনকে৷ শুভেচ্ছা রইলো সবার জন্য৷ অন্যরাও লিখবেন কিন্তু!

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ



নির্বাচিত প্রতিবেদন