1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমার বন্ধু রাশেদ’-এর ডিভিডি প্রকাশ

১৯ ডিসেম্বর ২০১১

বাংলাদেশের একটি ছোট্ট শহরের এক স্কুলছাত্রের কথা৷ নাম তার রাশেদ৷ একাত্তরে রাশেদ তার বন্ধুদেরকে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন করেছে৷ বয়সে সবাই তারা কিশোর৷ তাদের মাঝে রাশেদ ছিল এক ব্যতিক্রম৷

https://p.dw.com/p/13VSF
‘আমার বন্ধু রাশেদ’ ছবির একটি দৃশ্যছবি: Amar Bondhu Rashed

মুক্তিযুদ্ধ চলাকালে রাশেদের শহরেও হানা দেয় পাকিস্তানি বাহিনী৷ সেসময় ভয়ংকর ধ্বংসলীলার সাক্ষী হয় সে৷ এরপর ক্রমশ যুদ্ধে জড়িয়ে পড়ে রাশেদ৷ বন্ধুদের সঙ্গে নিয়ে পাকিস্তানিদের কাছে আটক এক মুক্তিযোদ্ধাকে ছাড়িয়ে আনতেও সক্ষম হয়৷ কিন্তু যুদ্ধের মাঝে একসময় আলাদা হয়ে যায় রাশেদ এবং তার বন্ধুরা৷ একসময় মুক্তিযুদ্ধ শেষ হয়, দেশ স্বাধীন হয়৷ রাশেদের বন্ধুরা আবারো একত্রিত হয় ছোট্ট শহরটিতে৷ কিন্তু রাশেদ আর ফেরেনা৷

শিশুসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল-এর একটি উপন্যাসের নাম ‘আমার বন্ধু রাশেদ'৷ রাশেদ হচ্ছে সেই বইয়ের কেন্দ্রীয় চরিত্র৷ দেড় যুগ আগে প্রকাশিত এই উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র মুক্তি পায় চলতি বছরের এপ্রিল মাসে৷ ছবিটি পরিচালনা করেন বিখ্যাত নির্মাতা মোরশেদুল ইসলাম৷

Bangladesch Film Amar Bondhu Rashed Filmszene
ছবি: Amar Bondhu Rashed

এই ছবিতে রাশেদ-এর চরিত্রে অভিনয় করেছেন চৌধুরী জাওয়াতা আফনান৷ ঢাকার একটি উচ্চবিদ্যালয়ে পড়ুয়া এই কিশোর এখন রাশেদ নামেই বেশি পরিচিত৷ ছবিটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে দৈনিক প্রথম আলোকে সে বলে, ‘‘অনেকেই বলেছে, অভিনয় আরও ভালো হতে পারত৷ তবে অধিকাংশ বন্ধুই বলেছে, ছবিটি দেখে তারা কেঁদেছে!''

গত ১৭ই ডিসেম্বর ‘আমার বন্ধু রাশেদ'-এর ডিভিডি সংস্করণ প্রকাশ করেছে ‘লেজার ভিশন'৷ ফলে যাঁরা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে পারেননি, তাঁরা এখন বৈধ ডিভিডিতে ছবিটি দেখার সুযোগ পাবেন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য