1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমাজনের দাবানল নিয়ন্ত্রণে নেমেছে ব্রাজিলের সেনারা

২৬ আগস্ট ২০১৯

আমাজনের দাবানল মোকাবেলায় শেষ পর্যন্ত ৪০ হাজার সেনা মোতায়েন করেছে ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ যদিও পোর্তো ভেলহো শহর এর মধ্যে ধোঁয়াই আচ্ছন্ন হয়ে গেছে, ঘর ছেড়ে বেরিয়ে এসেছে হাজারো মানুষ৷

https://p.dw.com/p/3OUVu
Brasilien Amazonas Waldbrände
ছবি: AFP/L- Sampaio

রাজধানীতে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজারো বিক্ষোভকারী৷ দাবানল বন্ধে যথেষ্ট উদ্যোগী নয় ব্রাজিল সরকার—এমন অভিযোগ আর সমালোচনা চলছে আন্তর্জাতিক অঙ্গণে৷ তার প্রেক্ষিতে দেশটির সেনাবাহিনীকে আগুন নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেয়ার ঘোষণা দেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো৷ রোববার দেশটির ২৬টি রাজ্যের মধ্যে সাতটি রাজ্যের স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চাইলে সেনা অপারেশেনর নির্দেশ দেন বলসোনারো৷

একইদিনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বলা হয় দাবানল নিয়ন্ত্রণে আনতে আমাজনের উত্তরে ৪০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে৷ তবে সেনাবাহিনীর অপরাশেনের কৌশল, কিভাবে এবং কোন জায়গা থেকে অপারেশন শুরু করবে সেই বিষয়ে পরিস্কার করে কিছুই জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়৷

সপ্তাহান্তেও নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনা অব্যাহত ছিল৷ ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউট (ইনপে) জানিয়েছে, শুক্রবার ও শনিবারের মধ্যে নতুন করে এক হাজার ত্রিশটি আগুন লেগেছে৷ তবে, সরকার তৎপর রয়েছে বলে দাবি করা হয়েছে৷

বলিভিয়ায় পৌঁছেছে আগুন আর ধোঁয়া

আমাজন অববাহিকার অর্ধেকটা আগুন দখল করে নিয়েছে৷ সেখানে অন্তত দুই কোটি মানুষের বাস৷ রোববার, ব্রাজিলের রন্ডোনিয়া রাজ্যের রাজধানী পোর্তো ভেলহো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে৷ ধোঁয়ার যন্ত্রণায় পাঁচ লক্ষ মানুষ বাড়ি ছেড়ে বেরিয়ে আসে৷ আগুন নিয়ন্ত্রণে পোর্তো ভেলহো শহরে ৩০জন মিলিটারি পুলিশ মোতায়েনর করেন ব্রাজিলের আইনমন্ত্রী সার্গিও মোরো৷ সেদিনও ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরো ছিল প্রতিবাদমুখর৷ আগুন নিয়ন্ত্রণে সরকারের অবহেলার অভিযোগ এনে রাস্তায় জড়ো হয় হাজারো সাধারণ মানুষ৷ ‘বলসোনারো বিদেয় হও, আমাজন বেঁচে থাক'-শ্লোগানে মুখর ছিল রাজপথ৷

এই দাবানলে আক্রান্ত হয়েছে প্রতিবেশি দেশ বলিভিয়া৷ বলিভিয়ান সীমান্তবর্তী গ্রীষ্মমন্ডলীয় সাভানা অঞ্চল চিকুইতানিয়াও পুড়ছে আগুনে৷ নিজের নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে আগুন নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এভো মোরালেস৷

আমাজনের ৬০ শতাংশ ব্রাজিলের সীমার মধ্যেই অবস্থিত৷ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই রেইনফরেস্টটিকে বলা হয় একমাত্র যোদ্ধা৷ কারণ বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় প্রকৃতিতে নির্মল রাখে এই বনাঞ্চল৷ জীববৈচিত্র্যের এক অভূতপূর্ব বিন্যাস এই আমাজন৷

শুকনো মৌসুমী কৃষি জমি পরিস্কার করাকে দাবানলের কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা৷

টিএম/কেএম (ইএফই, এএফপি, রয়টার্স)