1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের বিচার

২২ আগস্ট ২০১২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম আজহারুল ইসলামকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালের আদেশে গ্রেপ্তার করা হয়৷

https://p.dw.com/p/15uCv
ছবি: DW

ট্রাইবুনালের আদেশের কপি হাতে পাওয়ার পরই, পুলিশ মাওলানা এটিএম আজহারুল ইসলামের মগবাজারের বাসা ঘেরাও করে৷ আর দুপুরের পর তাঁকে গ্রেপ্তার করা হয়৷ ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপ-কমিশনার নুরুল ইসলাম জানান, তাঁকে আপাতত ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে রাখা হচ্ছে৷ আগামীকাল ট্রাইবুনালে হাজির করা হবে৷

গ্রেপ্তারের সময় প্রিজন ভ্যানের ফাঁক দিয়ে মাওলানা আজহারুল কথা বলেন সাংবাদিকদের সঙ্গে৷ তিনি দাবি করেন যে, তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে৷

এদিকে সকালে ট্রাইবুনালে তাঁকে গ্রেপ্তারের আবেদন জানানো হলে, বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে ট্রাইবুনাল-১ তাঁকে গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশ দেয়৷ প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করেই গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়৷ তিনি তদন্ত কাজে বাধা দেয়ার চেষ্টা করছিলেন৷ তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে৷

প্রসিকিউটর নুরজাহান মুক্তা জানান, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি রংপুরে জামায়াতে ইসলামীর তখনকার ছাত্র সংগঠন ইসলামি ছাত্র সংঘের সভাপতি ছিলেন৷ তিনি নিজের মটরবাইকে পাকিস্তানি পতাকা উড়িয়ে চলাফেরা করতেন৷ রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষক এবং রংপুর বারের আইনজীবীসহ ১২০০ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ তবে মাওলানা আজহারুলের আইনজীবী ফরিদ উদ্দিন খান এসব অভিযোগ অস্বীকার করেছেন৷

মাওলানা এটিএম আজহারুল ইসলামকে নিয়ে যুদ্ধাপরাধের অভিযোগে মোট সাত জন শীর্ষ জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হল৷ অন্যরা হলেন গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলি আহসান মুহাম্মদ মুজাহিদ, দেলোয়ার হোসেন সাঈদী, কাদের মেল্লা ও কামারুজ্জামান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য